Abhishek Banerjee on brigade: ‘জনগর্জন’-এর ব্রিগেডে অবিজেপি দলগুলিকে আমন্ত্রণ? জবাব দিলেন অভিষেক – Inviting non

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল। ‘জনগর্জন’ নামে যে সভায় উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বারাসতের সভার ঠিক পরপরই এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগের তৃণমূলে প্রথম ব্রিগেড সমাবেশ। তাই প্রশ্ন, এই সমাবেশে ইন্ডিয়া জোটের কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে? বা অবিজেপি দলের কোনও নেতা হাজির থাকবেন সামবেশে? এই প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, ‘আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ঘোষণা করেছি। হাত খুব কম সময় রয়েছে। মাত্র দুই সপ্তাহ। বাংলার মানুষকে কী ভাবে কেন্দ্র বঞ্চিত করছে তা দেখাব।’ তিনি বিজেপিকে নিশানা করে বলেন পারলে এখানে সভা করে দেখা।

প্রসঙ্গত, ১ মার্চ থেকে বাংলায় তিনটে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৮ মার্চ নারী দিবসের দিন বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী। সেই সভায় সন্দেশখালির মহিলারাও হাজির খাকতে পারেন। মনে করা হচ্ছে তিনি সভা থেকে রাজ্য সরকারকে নিশানা করবেন প্রধানমন্ত্রী। তারও জবাব ব্রিগেড থেকে দেবে তৃণমূল। রাজনৈতিক মহল বলছে, সেকারণে তড়িতড়ি এই সভার ডাক দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন। ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল কংগ্রেস, মার্চ মাসেই বিরাট সভার আহ্বান অভিষেকের

আরও পড়ুন। তৃণমূল নয়, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থা, বিস্ফোরক দাবি অভিষেকের

২০১৯ সালে লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশে হাজির ছিলেন একাধিক অবিজেপি নেতা-মন্ত্রী। এবার কী তেমনটা হবে? এই প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘আমরা বাংলার মানুষের সঙ্গে বঞ্চনার বিষয়টি সামনে রেখে এই সমাবেশের ডাক দিয়েছি। এর ইস্যুতে কেউ সামিল হতে চাইলে তাঁরা আসতেই পারেন। কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করেছে। তাই এর ‘

নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এখানে আলাদ করে কাউকে আমরা আহ্বান জানাচ্ছি না। প্রত্যেকেই বাংলার স্বার্থে ব্রিগেডে আসুন।’

এই ব্রিগেড সমাবেশে সন্দেশখালি থেকে বেশ কিছু মহিলা এবং পুরুষ আসবেন। তারা মঞ্চ থেকে বিজেপি–সিপিএমের চক্রান্তের ‘জাল ছিঁড়ে ফেলবেন’। তেমনই পরিকল্পনা করা হয়েছে বলে দলীয় সূত্রের খবর।