Train Runs Without Loco Pilot:চা খেতে নেমেছিলেন চালক, তাঁকে ছেড়েই আপনা থেকেই ছুটল মালগাড়ি! ৮৪ কিমি চলার পর শেষে কী হল?

ঘণ্টায় ১০০ কিলোমিটারের গতি। আর তা নিয়ে হু হু করে লাইন দিয়ে ছুটে চলেছে ট্রেন। এই ভয়বাহ কাণ্ডের সাক্ষী রইল ভারতীয় রেল। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া স্টেশন থেকে রওনা হওয়া এই ট্রেন যাচ্ছিল পাঠানকোটের উদ্দেশে। মাঝে চালক শুধু নেমেছিলেন চা খেতে। তাতেই ঘটল বিপত্তি!

চালক নেমে গিয়েছিলেন চা খেতে। তখনই চালককে ছেড়েই মালগাড়িটি আপনা থেকে ছুটতে শুরু করে। রবিবারের এই ঘটনা জম্মু ও কাশ্মীরের কাঠুয়া স্টেশন থেকে পাঠানকোটগামী ট্রেনে হয়েছে। ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি নিয়ে ট্রেন ৮৪ কিলোমিটার এভাবে সফর করে। শেষে পঞ্জাবের মুকেরিয়াতে উঁচি বস্সি এলাকায় ট্রেনকে থামানো হয়। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। এমন কাণ্ডে এখনও পর্যন্ত কোন হতাহতের খবর নেই। কোনও বড় দুর্ঘটনা ঘটেনি, এই লোকোপাইলট বিহীন মালগাড়ির দৌড়ের জেরে। এদিকে, ঘটনা নিয়ে তদন্তে নেমেছে রেল। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ছে। বেশ কয়েকটি ভিডিয়োতে এই ঘটনা ধরা পড়েছে। কীভাবে এটি ঘটতে পারে? তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

এর আগে, সদ্য উত্তর প্রদেশের মথুরা স্টেশনে একটি ট্রেন উঠে পড়ে স্টেশনের উপর। সেই ঘটনায় বিপুল হইচই হয়। ঘটনার জেরে ছড়িয়ে যায় চাঞ্চল্য। দেখা যায় এক রেল কর্মীর উদাসীনতার জেরেই এই ঘটনা ঘটেছিল। সেই কাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি। এদিকে, সদ্য লোকোপাইলটদের স্বাস্থ্যের বিষয়েও রেল কিছু পদক্ষেপ ও সমীক্ষা করেছে। তাঁরা কাজের চাপে কতটা ক্লান্ত হয়ে পড়ছেন, তা নিয়েও রয়েছে চর্চা। এদিকে, এই পরিস্থিতির মাঝে ৮৪ কিলোমিটার এভাবে একটি ট্রেনের লোকোপাইলট ছাড়া চলা বেশ মারাত্মক ঘটনা। এর জেরে ফের একবার রেলের নিরাপত্তা নিয়ে উঠছে সওয়াল।

এদিকে, এই ঘটনায় জম্মু রেলস্টেশনের অফিসার প্রতীক শ্রীবাস্তব বলেছেন, ‘ লোকোপাইলট এই ঘটনায় দোষী, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলছেন, কাঠুয়া থেকে এই ট্রেন চলার পর যখনই তা লোকোপাইলট বিহীন চলতে থাকে, তখনই তাকে আটকানোর চেষ্টা করা হয়। শেষমেশ পঞ্জাবের মুকেরিয়াতে ট্রেনটিকে আটকানো হয়। রেলের আধিকারিকরা বলছেন, আপাতত ঘটনার নেপথ্য কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে। প্রতীক শ্রীবাস্তব বলেছেন, ‘ট্রেনে কেন লোকোপাইলট ছিলেন না, কীভাবে ট্রেন নিজের মতো করে আপনাআপনি চলল, তার বিভিন্ন দিক জুড়ে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’