MS Dhoni First Appointment Letter As Ticket Collector Goes Viral

নয়াদিল্লি: সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলের সবথেকে সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। দুই ফর্ম্যাটের বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, খেতাব কালেক্ট করায় তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু ট্রফি কালেক্টর হওয়ার আগে যে মহেন্দ্র সিংহ ধোনি টিকিট কালেক্টর ছিলেন, তা সবাই জানেন। এবার তাঁর টিকিট কালেক্টর হিসাবে প্রথম নিয়োগপত্রের ছবি ভাইরাল হল।

ধোনির ছোট শহর রাঁচি থেকে উঠে এসে গোটা বিশ্বকে শাসন করার লড়াকু সফরের গল্প সবারই জানা। তিনি নিজের অল্প বয়সে রেলওয়েজ়ের হয়ে খেলার সময় টিকিট কালেক্টরের চাকরি করতেন। তাঁর এই পদে চাকরি পাওয়ার নিয়োগপত্র সম্প্রতি সর্বসমক্ষে আসে। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

 

 

টিকিট কালেক্টারের চাকরি ছেড়ে শেষমেশ মাহি নিজের প্যাশন ক্রিকেটকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর বাকিটা তো সাফল্যের ইতিহাস। ২০০৪ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটান ধোনি। প্রথম ম্যাচে খাতা খোলার আগেই মাহি সাজঘরে ফিরেছিলেন। কিন্তু তিনি সর্বকালীন সেরাদের অন্যতম হয়েই ক্রিকেটকে বিদায় জানান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: রাঁচিতে দুরন্ত বোলিং অশ্বিনের, একইদিনে কুম্বলে, মুরলির কৃতিত্বে ভাগ বসালেন তারকা স্পিনার