কীর্তিপুরের মাঠে মহাকীর্তি! অনামী নামিবিয়ানের ইতিহাস, তছনছ সব রেকর্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপাল-নামিবিয়া-নেদারল্য়ান্ডস। বাইশ গজের তিন মিনো দেশ খেলছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ (Nepal Tri-Nation T20I Series)। ভারতের প্রতিবেশী দেশ নেপাল এই সিরিজের আয়োজক দেশ। মঙ্গলবার কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্য়াশনাল ক্রিকেট গ্রাউন্ডে (Tribhuvan University International Cricket Ground, Kirtipur) মুখোমুখি হয়েছিল নেপাল ও নামিবিয়া। আর এই ম্য়াচেই ইতিহাস লিখে ফেলেলেন নামিবিয়ার অনামী ব্যাটার জান নিকোল লফটি ইটন (Jan Nicol Loftie Eaton)। বাইশ বছরের ব্যাটিং অলরাউন্ডারের সঙ্গে জুড়ে গেল বিশ্বের দ্রুততম টি২০আই সেঞ্চুরিকারীর তকমা। ৩৩ বলে ১০০ করে চমকে দিলেন জান। এর আগে নেপলের কুশল মাল্লা (Kushal Malla) আন্তর্জাতিক আঙিনায় সবচেয়ে কম বলে টি-২০ সেঞ্চুরির রেকর্ড করেছিলেন। তিনি নিয়েছিলেন ৩৪ বল। জান এক বল কম খেলে কুশলের রেকর্ড ভেঙে দিলেন। তাও আবার কুশলেরই সামনে। 

আরও পড়ুন: IND vs ENG: ক্রাশ খেলেন ফোকস, ফাঁস করলেন স্টোকস, পছন্দের মানুষ রোহিতের সংসারেই!

এদিন জেজে স্মিটের দল টস জিতে প্রথমে ব্য়াট করে তোলে চার উইকেটে ২০৬ রান। যার মধ্য়ে ১০১ রানই পাঁচে নামা জানের ব্য়াট থেকে এসেছে। জান এদিন ৩৬ বলের বিধ্বংসী ১০১ রানের ইনিংস সাজিয়েছেন ১১টি চার ও ৮টি ছয়ে। তিনি ব্য়াট করেছেন ২৮০.৫৫-এর স্ট্রাইক রেটে। নামিবিয়ার রান তাড়া করতে নেমে নেপালের ইনিংস গুটিয়ে যায় ১৮৬ রানে। ২০ রানে জেতে নামিবিয়া। আফ্রিকার এই দেশের হয়ে চার উইকেট নিয়েছেন রুবেন ট্রাম্পেলম্য়ান। দু’টি করে উইকেট নেন বার্নাড স্কোলটজ, জান ফ্রিলিংক ও জান নিকোল। ব্য়াটে-বলে মাত করার জন্য় ম্য়াচের সেরা হয়েছেন। দ্রুততম টি-২০আই সেঞ্চুরিকারীদের তালিকায় এখন জান একে। দুয়ে কুশল। তিনে ডেভিড মিলার, চারে রোহিত শর্মা ও পাঁচে সুদেশ উইক্রমাসেকারা। মিলার-রোহিত-সুদেশরা ৩৫ বলে ১০০ করেছেন দেশের জার্সিতে।

MS Dhoni: ছিলেন খড়গপুরের টিকিট পরীক্ষক, ধোনিকে দেওয়া রেলের নিয়োগপত্র ফাঁস! কত ছিল বেতন?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)