Husband-wife death: চিড়িয়াখানা ঘুরতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু ২৫ বছরের স্বামীর, শোকে আত্মঘাতী স্ত্রী

মাত্র তিন মাসের বিয়ে। নতুন বিয়ের পর একে অপরের হাত ধরেই চিড়িয়াখানা ঘুরতে বেরিয়েছিল নব দম্পতি। কিন্তু, তারপরেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মৃত্যুর কোলে ঢলে পড়ল নব দম্পতি। প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বছর পঁচিশের স্বামী। আর সেই ধাক্কা সামলাতে না পেরে ২৪ ঘণ্টার মধ্যেই বহুতল থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিলেন স্ত্রী। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। মৃত স্বামীর নাম অভিষেক আলুওয়ালিয়া এবং স্ত্রীর নাম অঞ্জলি আলুওয়ালিয়া (২৩)। সোমবার রাতে গাজিয়াবাদের বৈশালীর সেক্টর ৩-এর আহলকন অ্যাপার্টমেন্টে নিজের ৭ তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন মহিলা। এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে দুই পরিবারে।

আরও পড়ুন: আত্মঘাতী স্ত্রী, শোকে হার্ট অ্যাটাকে মৃত্যু স্বামীর, মর্মান্তিক ঘটনা বেহালায়

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত ৩০ নম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক এবং অঞ্জলি। বিয়ের পর সুখেই কাটছিল নব দম্পতির বৈবাহিক জীবন। সোমবার দিল্লিতে চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিল নব দম্পতি। তখনই ঘটে বিপত্তি। চিড়িয়াখানা ঘোরার সময় বুকে ব্যাথা অনুভব করেন অভিষেক। তখন তড়িঘড়ি অঞ্জলি ফোন করে তার বন্ধুদের ডাকেন। অসুস্থ অবস্থায় অভিষেককে প্রথম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু, সেখানে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা অভিষেককে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে, অভিষেক এবং তাঁর পরিবারের সঙ্গে ওই ফ্ল্যাটেই থাকতেন অঞ্জলি। রাত ৯ টা নাগাদ ফ্ল্যাটে পৌঁছয় অভিষেকের নিথর দেহ। তবে স্বামীর আকস্মিক মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি অঞ্জলি। স্বামীর নিথর দেহ দেখে অঞ্জলি শোবার ঘরে নিজেকে বন্দি করে দেন। আর শেষ পর্যন্ত নিজেকে সামলাতে না পেরে তিনি চরম পদক্ষেপ নেন রাত ১০ টা নাগাদ ৭ তলার ফ্ল্যাটের বারান্দা থেকে ঝাঁপ দেন অঞ্জলি। নিরাপত্তারক্ষীরা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অঞ্জলিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে আরও চিকিৎসার জন্য দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয়।দুর্ভাগ্যবশত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আজ মঙ্গলবার সকাল ৮টার সময় চিকিৎসা চলাকালীন তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।