Partha Chatterjee: অর্পিতাকে চিনি, তাঁর সঙ্গে আমার যোগাযোগ ব্যবসায়িক, আদালতে দাবি করলেন পার্থ

অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর মক্কেলের সম্পর্ক একান্তই বাণিজ্যিক। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে সওয়াল করে এমনই দাবি করলেন তাঁর আইনজীবী। মঙ্গলবার আদালতে পার্থর আইনজীবী দাবি করেন, যে সমস্ত সংস্থার মাধ্যমে পার্থ দুর্নীতি করেছেন বলে দাবি করা হচ্ছে তাদের ডিরেক্টরদের গ্রেফতার করা হচ্ছে না কেন?

আরও পড়ুন: আদর্শ আচরণবিধি জারি থাকাকালীন আবাস যোজনার টাকা দেবে রাজ্য, ঘোষণা মমতার

এদিন আদালতে পার্থবাবুর আইনজীবী বলেন, ‘পার্থবাবু কখনও বলেননি তিনি অর্পিতাকে চেনেন না। অর্পিতার সঙ্গে তাঁর শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক। অর্পিতার বাড়িতে কিছু পাওয়া গেলে এটা প্রমাণিত হয় না যে সেটা পার্থ চট্টোপাধ্যায়ের। অর্পিতা মুখোপাধ্যায় বা যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার কোনওটাই আমার বলে দাবি করছেন না পার্থ। যে ২টি সংস্থার নামে দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলি আমি শিক্ষামন্ত্রী হওয়ার আগেই তৈরি হয়েছিল। অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি বলে পার্থ সব ক্ষেত্রে সুবিধাভোগী এটা প্রমাণিত হয় না। কুন্তল ঘোষ কখনও আমার নাম করেননি। অন্যান্য যে সমস্ত সংস্থার নামে দুর্নীতি হয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের ডিরেক্টরদের গ্রেফতার করা হচ্ছে না কেন?’

তবে পার্থর এই যুক্তি ধোপে টেকার সম্ভাবনা কম বলে মনে করছেন আইনজ্ঞরা। কারণ ইতিমধ্যে প্রমাণ হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার বার্ষিক দেড় কোটি টাকার প্রিমিয়াম শোধ করতেন পার্থ চট্টোপাধ্যায়। শুধুমাত্র ব্যবসায়িক যোগাযোগ থাকলে কেউ কারও জীবন বিমার প্রিমিয়াম মেটাতে যাবে কেন সেই প্রশ্ন তুলছেন তাঁরা। তাছাড়া পার্থবাবুর জমাই কল্যাণময় ভট্টাচার্য ইডিকে গিয়ে বলে এসেছেন, তাঁর নামে থাকা যাবতীয় সম্পত্তির আসল মালিক পার্থ চট্টোপাধ্যায় নিজে।