Mohammed Shami reacts to PM Narendra Modi’s message as India pacer keeps hopes up for T20 World Cup

নয়াদিল্লি: বিশ্বকাপের পর থেকেই তিনি মাঠের বাইরে। গোড়ালির চোটে কাবু ছিলেন। লন্ডনে অস্ত্রোপচার করাতে হয়েছে মহম্মদ শামিকে (Mohammed Shami)। নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই খবর দিয়েছিলেন ভারতের তারকা পেসার। তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বার্তা পেয়ে উচ্ছ্বসিত ডানহাতি ফাস্টবোলার।

সোমবার নিজের শারীরিক অবস্থা নিয়ে বড় খবর দেন শামি। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ও পরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও খেলতে দেখা যায়নি শামিকে। সোমবার হাসপাতালের বিছানায় শোওয়া অবস্থায় নিজের ছবি পোস্ট করেন শামি। সেই সঙ্গে এ-ও স্পষ্ট হয়ে যায় যে, তিনি আইপিএলেও খেলবেন না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে এখনও আশাবাদী তিনি। আর অস্ত্রোপচারের পর শামি পেয়ে গেলেন প্রধানমন্ত্রীর বার্তা।

নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘দ্রুত আরোগ্য কামনা করি। সেরে উঠুন তাড়াতাড়ি মহম্মদ শামি। আপনার মধ্যে যা সাহস রয়েছে, তা দিয়ে খুব দ্রুত এই চোট কাটিয়ে উঠবেন বলে আশা করছি।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে পাল্টা কৃতজ্ঞতা জানিয়েছেন শামি। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা আমাকে অবাক করেছে। উনি আমার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ওঁর শুভেচ্ছাবার্তা আর উদারতা আমার কাছে অনেক। মোদি স্যর, আপনাকে অনেক ধন্যবাদ। এই কঠিন সময় সমর্থন আর প্রার্থনা করার জন্য। দ্রুত সেরে ওঠার জন্য কঠিন পরিশ্রম করব।’

 

ভারতের মাটিতে গত বছরের ওয়ান ডে বিশ্বকাপের শুরুর দিকে প্রথম একাদশে জায়গা পাচ্ছিলেন না শামি। তবে হার্দিক পাণ্ড্য বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর টুর্নামেন্টের মাঝপথে একাদশে সুযোগ পান বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসার। এরপর থেকে আর তাঁকে বসানোর সাহস দেখায়নি টিম ম্য়ানেজমেন্ট। গোড়ালির ব্যথা উপেক্ষা করেই গোটা টুর্নামেন্টে দুরন্ত বোলিং করে গিয়েছেন। দুটো ম্য়াচে পাঁচ বা তার বেশি উইকেটও নিয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন শামিই। বিশ্বকাপের সময়ই তাঁর পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: এই প্রাণায়মে ১০ মিনিটেই দূর হবে সারাদিনের ক্লান্তি, শিখে নিলেন সৌরভও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


 

আরও দেখুন