WPL 2024: Mumbai Indians vs UP Warriorz match, live streamming, when and where to watch

বেঙ্গালুরু: উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL 2024) আজ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামছে ইউপি ওয়ারিয়র্স (UP Warriors)। টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারা সেই ম্য়াচে শেষ বলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর গুজরাত জায়ান্টসের বিরুদ্ধেও ম্য়াচ জিতেছে হরমনপ্রীতের দল। আজ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবে তারা। অন্যদিকে ইউপি ওয়ারিয়র্সও এই নিয়ে চলতি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্য়াচ খেলতে নামবে। কিন্তু এখনও পর্যন্ত তারা জয়ের খাতা খুলতে পারেনি।

কাদের ম্যাচ?

উইমেন্স প্রিমিয়ার লিগে আজ ইউপি ওয়ারিয়র্স মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের

কোথায় খেলা?
ম্য়াচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে

কখন শুরু?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে নেটওয়ার্ক ১৮ চ্যানেলে

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্য়াপে খেলা দেখুন

গত মরশুমে নক আউট পর্যায়ে এই ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারা আগের বারের চ্যাম্পিয়নও। দীপ্তিদের কাছে এই ম্য়াচ তাই কিছুটা প্রতিশোধেরও। আগের মরশুমে হারের পরই ছিটকে যেতে হয়েছিল খেতাবি লড়াই থেকে তাঁদের। বেঙ্গালুরুর চিন্নাস্বামীর যে পিচে খেলা হচ্ছে সেখানে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নামা দল বেশি সফল হয়েছে চলতি মরশুমে। 

দু দলই তারকার ছড়াছড়ি। কিন্তু ফর্ম ও পারফরম্য়ান্সের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সই। বিশেষ করে হরমনপ্রীতের ফর্ম বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে গত ২ ম্য়াচেই অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। প্রথম ম্য়াচে সজীবন সজানার মত তরুণ মুখ উঠে এসেছে। অভিষেকে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন তিনি। বল হাতে এমিলিয়া কের, পূজা ভাস্ত্রাকাররা শেষ ২ ম্য়াচে বল হতাে নজর কেড়েছেন। কের তো আগের ম্য়াচে একাই প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপকে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন। 

ইউপি ওয়ারিয়র্স অন্যদিকে তাদের প্রথম ম্য়াচে হেরে গিয়েছিল রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। শেষ বলে পাঁচ রান দরকার ছিল। ব্যাটে ছিলেন দীপ্তি শর্মা। কিন্তু সেদিন তিনি পারেননি। সোফি একেলস্টোন, এলিসা হিলিরাও নিজেদের সেরা ফর্মে ছিলেন না আগের দুই ম্য়াচে। এখনও দেখার এই ম্য়াচের মাধ্যমে জয়ের খাতা খুলতে পারে কিনা ইউ ওয়ারিয়র্স।

আরও দেখুন