২৫ কেজি ওজন কমেছে, জেলে পড়ে গিয়ে ফেটেছে মাথা, আদালতে জানালেন বালুর আইনজীবী

জেলযাত্রার পর কেটেছে চারটে মাস। রেশন দুর্নীতিকাণ্ডে অবশেষে জামিনের আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার সেই মামলার শুনানিতে উদ্বেগজনক দাবি করলেন তাঁর আইনজীবী। জেলযাত্রার পর তাঁর ওজন ২৫ কেজি কমেছে বলে দাবি করেছেন তিনি। সঙ্গে জেলে পড়ে গিয়ে জ্যোতিপ্রিয়র মাথা ফেটেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: শাহজাহান কোথায় জানে পুলিশ? শুভেন্দুর দাবি অনুরণিত হল প্রধান বিচারপতির কণ্ঠে

গত ২৭ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। ১৪ দিনের ইডি হেফাজত শেষে তাঁর ঠাঁই হয় প্রেসিডেন্সি জেলে। জেলে যাওয়ার পর থেকেই বারবার শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে হাসপাতালে ভর্তি হতে চান তিনি। কিন্তু কোনও কথায় কান দেয়নি আদালত। অবশেষে গত ২২ নভেম্বর জ্যোতিপ্রিয়কে SSKMএর হৃদরোগ বিভাগে ভর্তি করে জেল কর্তৃপক্ষ। গত ১৩ জানুয়ারি সেখান থেকে জেলে ফেরেন বালু। এসএসকেএমে ভর্তি থাকার সময় পরিচিত ব্যক্তিকে দেখে হাসহাপাতালের জানলা থেকে বহাল তবিয়তে হাত নাড়তে দেখা গিয়েছিল জ্যোতিপ্রিয়কে।

বুধবার আদালতে ভার্চুয়ালি হাজির ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয়র আইনজীবী দাবি করেন, জেল যাত্রার পর থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের ওজন ২৫ কেজি কমে গিয়েছে। তিনি ডায়াবেটিস ও কিডনির অসুখে ভুগছেন। এখন তাঁর ওজন ৩৭ কেজি। উপবাস থাকাকালীন রক্তে শর্ককার মাত্রা ৩৭০। তার ওপরে জেলে পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছে জ্যোতিপ্রিয়র। সেখান থেকে রক্তপাত হয়েছে। জবাবে বিচারক বলেন, ‘ঠিক আছে, কিন্তু স্বাস্থ্যের অবস্থা উদ্বেগজনক বলে মনে হচ্ছে না।’

আরও পড়ুন: পুলিশি হেফাজতেই রয়েছেন শেখ শাহজাহান, চলছে শেষ মুহূর্তের দর কষাকষি: শুভেন্দু

ইডির আইনজীবী পালটা সওয়াল করে বলেন, ‘এত অসুস্থ হলে SSKM হাসপাতাল তাঁকে ছুটি দিল কেন? আদালত SSKMএর কাছে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য নিয়ে রিপোর্ট চাইতেই তাঁকে ছুটি দিয়ে দেন চিকিৎসকরা। এবার বুঝুন উনি কেমন অসুস্থ।’

গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভা থেকে সরানো হয় জ্যোতিপ্রিয়কে। তার পরদিনই আদালতে জামিনের আবেদন করেন তিনি।