Biggest Drug Bust: নৌকায় ৫ পাকিস্তানি! উদ্ধার ৩,৩০০ কেজির মাদক, গুজরাটে তাবড় অপারেশন নৌসেনার! প্রশংসায় শাহ

ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথ অপরেশনে ছিল গুজরাট এটিএস ও নারকোটিক্স ব্যুরোর। আর তাদের সম্মিলিত তৎপরতায় আরব সাগরে গুজরাটের উপকূলে উদ্ধার হয়েছে ৩,৩০০ কেজিরও বেশি মাদক। জানা গিয়েছে, যে নৌকা থেকে মাদক উদ্ধার হয়েছে সেইনৌকায় ছিল ৫ পাকিস্তানি। তাদের আটক করা হয়েছে বলেও খবর। এদিকে, উপকূল থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিপুল মাদক উদ্ধার 

জানা গিয়েছে, এই ঘটনায় মাদক উদ্ধারের রুদ্ধশ্বাস অপারেশনে ভারতীয় নৌসেনার সঙ্গে ছিল গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, ছিল নারকোটিক্স ব্যুরো। এই তাবড় যৌথ অপারেশনের জেরে আরব সাগরের বুক থেকে একটি নৌকা থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ মাদক। আরব সাগরে এই বড়সড় অপারেশনে নৌসেনার সঙ্গে ছিল ইন্টারন্যাশনাল ম্যারিটাইম বাউন্ডারি। এদিকে, জানা গিয়েছে, যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তাতে চরস, মেথামফেটামাইন, মরফিন সহ একাধিক মাদক উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, যে নৌকায় করে এই মাদক পাচার হচ্ছিল, সেখানে ছিল ৫ পাকিস্তানি। তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। ৫ পাকিস্তানিকেই আটকের পর গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারতের বুকে এইটিই সবচেয়ে বড় পরিমাণের মাদক উদ্ধারের ঘটনা।

( March 2024 Rashifal: টাকায় ফুলবে পকেট, চাকরির নতুন অফার থেকে ব্যবসায় উন্নতি মার্চে! জ্যোতিষ মতে লাকি কোন কোন রাশি?)

অমিত শাহের তরফে প্রশংসা

জানা গিয়েছে, ওই নৌকা থেকে ১৫৮ কেজির মেথামফেটামাইন, ২৫ কেজির মরফিন উদ্ধার হয়েছে। এইসবরে  অঙ্ক ১,৩০০ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে ৭ কোটি টাকার মতো দামী চরস উদ্ধার হয়েছে। এদিকে, ঘটনা ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিপুল অভিনন্দন জানিয়েছেন নৌসেনা, গুজরাট পুলিশ, এনসিবিকে। অমিত শাহ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘ প্রধানমন্ত্রী মোদীজির একটি মাদকমুক্ত ভারতের স্বপ্নকে অনুসরণ করে আমাদের সংস্থাগুলি আজকে দেশের সবচেয়ে বড় অফশোর ড্রাগস আটক করার দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। এনসিবি, নৌসেনাবাহিনী এবং গুজরাট পুলিশ দ্বারা পরিচালিত একটি যৌথ অভিযানে, ৩১৩২ কেজি মাদকের একটি বিশাল চালান আটক করা হয়েছে।’ এরপর তিনি লেখেন, ‘তিনি ঐতিহাসিক সাফল্য আমাদের জাতিকে মাদকমুক্ত করতে আমাদের সরকারের অটল অঙ্গীকারের প্রমাণ। এই উপলক্ষে, আমি এনসিবি, নৌসেনাবাহিনী এবং গুজরাট পুলিশকে অভিনন্দন জানাই।’