Sports Highlights: বোর্ডের চুক্তি থেকে বাদ শ্রেয়স, ঈশান, দাবায় বাঙালির সোনাজয়, দিনের সেরা খেলার খবরের একঝলক

<p><strong>কলকাতা:</strong> আন্তর্জাতিক দাবার মঞ্চে বাংলার ছেলের সোনা জয়। বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে ছাঁটাই শ্রেয়স, আইয়ার। দাবায় আন্তর্জাতিক মঞ্চে সোনাজয় বাংলার মিত্রাভর। ক্রমতালিকায় এগোলেন জয়সওয়াল। দিনের সেরা খেলার খবরের এক ঝলক -</p>
<p><strong>চুক্তি থেকে বাদ শ্রেয়স, ঈশান</strong></p>
<p>বোর্ডের রোষের মুখে পড়েছিলেন ঘরোয়া ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আরও বড় শাস্তি যে অপেক্ষা করছে তাঁদের জন্য, তা বোধহয় বুঝতে পারেননি&nbsp;<a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>&nbsp;(Shreyas Iyer) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। এবার বোর্ডের বার্ষিক চুক্তি থেকেই বাদ পড়লেন ২ তরুণ ক্রিকেটার। অন্যদিকে প্রচুর তরুণ ক্রিকেটার যেমন রিঙ্কু সিংহ, মুকেশ কুমারদের চুক্তির আওতায় আনা হয়েছে।&nbsp;উল্লেখ্য, শ্রেয়স ও ঈশানের প্রতি বোর্ড ক্ষুব্ধ ছিলই। আগেই বোর্ডের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। কিন্তু ২ তরুণ ক্রিকেটারের কেউই ঘরোয়া ক্রিকেট খেলেননি। গত বছর বিশ্বকাপে শ্রেয়স ভারতের জার্সিতে ১০ ইনিংসে ৫২৬ রান করেছিলেন। ঝুলিতে ছিল দুটো শতরান ও তিনটি অর্ধশতরান। এমনকী সেমিফাইনালে ৭০ বলে ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার। কিন্তু এরপরও তাঁকে বার্ষিক চুক্তির বাইরে রাখা হল। অর্থাৎ বোর্ড যেন এটাই বোঝাতে চাইল সবাইকে যে নিয়মের ঊর্ধ্বে কেউ নন। সামনেই আইপিএল। তার আগেই টেস্ট থেকে নিজেকে সরিয়ে&nbsp;<a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের জন্য নিজেদের তৈরি করতে চাইছিলেন ২ জন। যা একেবারেই ভাল চোখে দেখেনি বিসিসিআই ও নির্বাচক কমিটি।&nbsp;</p>
<p><strong>জয় ইউপি ওয়ারিয়র্সের</strong></p>
<p>উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম জয় ছিনিয়ে নিল ইউপি ওয়ারিয়র্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল তারা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৬১ রান তুলে নিয়েছিল হরমনপ্রীতের দল। জবাবে রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইউপি ওয়ারিয়র্স। এর আগে টানা দু ম্য়াচে হারতে হয়েছিল ইউপিকে। অন্য়দিকে প্রথম হারের মুখ দেখল মুম্বই।</p>
<p><strong>চৌষট্টি খোপে বাঙালির সোনা</strong></p>
<p>চৌষট্টি খোপের দুনিয়ায় বড়সড় সাফল্য বঙ্গ দাবাড়ুর। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সোনা মিত্রাভ গুহর। বাংলার দাবাড়ু ফের বড়সড় সাফল্য পেলেন। যে সাফল্যকে বাংলার দাবার জন্য ভীষণ ইতিবাচক ছবি মনে করা হচ্ছে। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে ৯ পয়েন্টের মধ্যে সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলেন বাংলার এই গ্র্যান্ডমাস্টার।</p>
<p><strong>কেনের ঘরে নতুন অতিথি</strong></p>
<p>আইপিএলে গুজরাত টাইটান্স দলে খেলেন নিউজ়িল্যান্ডের তারকা। গত আইপিএলটা অবশ্য ভাল কাটেনি। গুজরাত টাইটান্সের ম্যাচে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পেয়েছিলেন। তাঁর এসিএল ছিঁড়ে গিয়েছিল। অস্ত্রোপচারও করাতে হয়। গোটা বিশ্বকাপেও খেলা হয়নি। তবে এখন উইলিয়ামসন ফিট। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>&nbsp;খেলতে শীঘ্রই ভারতে পৌঁছবেন। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন।</p>
<p><strong>ক্রমতালিকায় এগোলেন জয়সওয়াল</strong></p>
<p>আইসিসি ক্রমতালিকায় চলতি টেস্ট সিরিজ শুরুর আগে প্রথম পঞ্চাশেই ছিলেন না। ছিলেন ৬৯ নম্বরে। কিন্তু সেখান থেকেই চারটি টেস্টে আটটি ইনিংস খেলার পর ৬৫৫ রান ঝুলিতে পুরে নিয়েছেন মুম্বইকর। এই মুহূর্তে টেস্টে ব্যাটারদের ক্রমতালিকায় জয়সওয়ালের র&zwj;্যাঙ্কিং ১২। অর্থাৎ আর মাত্র ২ ধাপ এগোলেই প্রথম দশে ঢুকে পড়বেন তরুণ বাঁহাতি ওপেনার। চলতি সিরিজে এখনও পর্যন্ত ৯৩.৯৭ গড়ে ব্যাটিং করেছেন জয়সওয়াল। হাঁকিয়েছেন দুটো দ্বিশতরান।</p>