Modi Laughs on Nitish’s Comment: ‘ আপনি এসেছিলেন, আর আমি গায়েব হয়ে গিয়েছিলাম,’ নীতীশের কথায় মঞ্চে দমফাটা হাসি মোদীর

জাতীয় রাজনীতি তোলপাড় করে কিছু দিন আগেই শিবির পাল্টেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জেডিইউ নেতা এবার মোদীদের এনডিএ শিবিরে। এই তাবড় রাজনৈতিক পালাবদলের পর বিহারে শনিবার মেগা সভায় পৌঁছন নরেন্দ্র মোদী। বিহারের ওই সভায় মোদী যখন মঞ্চে, তখন সভায় বক্তব্য রাখছিলেন নীতীশ কুমার। সেই সময়ই নীতীশের একটি মন্তব্যে হাসি চেপে রাখতে পারলেন না মোদী।

বিহারের অউরাঙ্গাবাদে শনিবারের সভা থেকে ২১, ৪০০ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। সেই সভাতেই মঞ্চে দাঁড়িয়ে এনডিএ সরকারের নানান ইতিবাচক কর্মকাণ্ডের কথা বলেন নীতীশ কুমার। নীতীশ যখন এনডিএ সরকারের ভূয়সী প্রশংসা করে চলেছেন, তখনই ভাষণের মাঝে মোদীকে উদ্দেশ্য করে বিহারের মুখ্যমন্ত্রী বলেন,’ আপনি (মোদী) আগেও এসেছিলেন বিহারে, তখন আমি কিছুদিনের জন্য গায়েব হয়ে গিয়েছিলাম।’ নীতীশের কথা যখন এই পর্যন্ত হয়েছে, তখনই দমফাটা হাসি দেখা যায় মোদীর। এরপর নীতীশ বলেন,’ কিন্তু এখন আমি আবার আপনাদের সঙ্গে। আর আমি কথা দিচ্ছি, চিরকাল আপনাদের সঙ্গেই থাকব।’ 

ভিডিয়ো দেখুন এই লিঙ্কে ক্লিক করে

জেডিইউ প্রেসিডেন্ট তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গত মাসেই বিরোধীদের শিবির ছেড়ে মোদীদের সমর্থনে আসেন। তার আগে পর্যন্ত বিরোধীপক্ষ ইন্ডি জোটের অন্যতম ছিল নীতীশের জেডিইউ। এছাড়াও বিহারের রাজনীতিতে তেজস্বী যাদবকে উপমুুখ্যমন্ত্রী করে লালু প্রসাদের আরজেডির সঙ্গে জোট গড়ে বিহারে সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন নীতীশ। এদিকে, ইন্ডি জোট ক্রমেই দুর্বল হতে শুরু করে। তার আগে, জোটের তরফে প্রধানমন্ত্রীর নাম হিসাবে মমতা প্রস্তাব দেন মল্লিকার্জুন খার্গের নাম। এরপরই দেখা যায় ইন্ডি জোট ছেড়ে নীতীশ বেরিয়ে গিয়েছেন।

এদিকে, অউরাঙ্গাবাদের সভায় নরেন্দ্র মোদীকে সাদরে স্বাগত জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘আমরা আপনাকে (প্রধানমন্ত্রী) বিহারে স্বাগত জানাই। বিহারে অনেক উন্নয়ন ঘটছে। আমি আত্মবিশ্বাসী যে এখন পরিস্থিতি দ্রুত এগিয়ে যাবে এবং বিহার উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে যাবে। বিহারের মানুষ এখন অর্থনৈতিকভাবে আরও বেশি ক্ষমতাবান বোধ করবে।’ এদিকে, নরেন্দ্র মোদী পর পর সভায় যখন ঝড় তুলছেন তখনই বিজেপি শনিবার পেশ করল ২০২৪ লোকসভা ভোটে তাদের প্রথম প্রার্থী তালিকা। সেখানে ১৯৫ জনের নাম প্রকাশিত হয়েছে। এই ১৯৫ জনের মধ্যে বারাণসী থেকে নরেন্দ্র মোদী ও গান্ধীনগর থেকে অমিত শাহের নাম উঠে এসেছে।