Sports Highlights: রাজনীতি ছাড়ছেন গম্ভীর? মাঠে ফিরলেন শ্রেয়স, আর্জেন্তিনা দলে মেসি, খেলার দুনিয়ার সারাদিন

<p><strong>কলকাতা: </strong>আইপিএলের আগে রাজনীতি ছাড়ার ঘোষণা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের। বিতর্কের জল অনেক দূর গড়ানোর পর অবশেষে মাঠে ফিরলেন শ্রেয়স আইয়ার।&nbsp;খেলার দুনিয়ার সারাদিন।</p>
<p><strong>গম্ভীরকে নিয়ে জল্পনা</strong></p>
<p>রাজনীতি ছাড়ছেন গৌতম গম্ভীর? সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় দুবারের&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>&nbsp;চ্যাম্পিয়ন অধিনায়কের একটি পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। পোস্টে রীতিমত রাজনীতি থেকে অব্যহতি চেয়েছেন প্রাক্তন ভারতীয় বাঁহাতি ওপেনার। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে অনুরোধ করে গম্ভীর লিখেছেন,&nbsp;”আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য মাননীয় পার্টি সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ করেছি যাতে আমি ক্রিকেটে মনোযোগ দিতে পারি। আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/amit-shah" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>কে ধন্যবাদ জানাই আমাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। জয় হিন্দ!”</p>
<p><strong>মাঠে শ্রেয়স</strong></p>
<p>তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) গুডবুকে নেই। ভারত বনাম ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজের মাঝপথে বাদ পড়েছিলেন। তারপর থেকে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছিলেন। বোর্ড থেকে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলা হলেও, রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মুম্বই দলে দেখা যায়নি। যার ফল হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছিল তাঁর নাম।</p>
<p>অবশেষে মাঠে ফিরলেন <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a> (Shreyas Iyer)। মুম্বইয়ের হয়ে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/ranji-trophy" data-type="interlinkingkeywords">রঞ্জি ট্রফি</a>র সেমিফাইনালে মাঠে নামলেন তিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন চালকের আসনে মুম্বই। তবে প্রথম দিন ব্যাটিং করার সুযোগ হয়নি শ্রেয়সের। তামিলনাড়ু ১৪৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান ৪৫/২। পৃথ্বী শ ও ভূপেন লালওয়ানি – মুম্বইয়ের দুই ওপেনারই ফিরে গিয়েছেন। দিনের শেষে ক্রিজে রয়েছেন মুশীর খান (২৪ ব্যাটিং) ও মোহিত অবস্থি (১ ব্যাটিং)।&nbsp;</p>
<p><strong>আর্জেন্তিনা দলে মেসি</strong></p>
<p>সামনেই কোপা আমেরিকা (Copa America)। বিশ্বচ্যাম্পিয়ন দেশের ফুটবলার হিসাবে প্রথমবার কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামবেন লা আলবিসেলেস্তেরা। তার আগে প্রস্তুতি ম্যাচের জন্য আর্জেন্তিনা (Argentina Football Team) দলে রাখা হল লিওনেল <a title="মেসি" href="https://bengali.abplive.com/topic/messi" data-type="interlinkingkeywords">মেসি</a>কেও। পূর্ণ শক্তির দল ঘোষণা করা হল।</p>
<p>আর্জেন্তিনা দলে চমক, চার টিনেজার। অনূর্ধ্ব ২০ বছর বয়সী খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন চারজন। তাঁরা হলেন ভ্যালেন্তিন বার্কো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্তিন কার্বোনি ও আলেহান্দ্রো গারাঞ্চো।</p>
<p>বার্কো এই প্রথম সিনিয়র দলে ডাক পেয়েছেন। তবে চোটের কারণে দলে রাখা হয়নি লিসান্দ্রো মার্তিনেজ়, গনসালো মন্তিয়েল, মার্কোস আকুনা এবং গুইদো রদ্রিগেজকে। এঁদের মধ্যে মন্তিয়েলই কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে শেষ গোলটি করেছিলেন। ২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের থিয়াগো আলমাদাও অবশ্য ডাক পাননি। তার কারণও রয়েছে। তাঁকে রাখা হয়েছে হাভিয়ের মাসচেরানোর অলিম্পিক্সের দলে। আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়াতে এল সালভাদর এবং ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসে কোস্টা রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/argentina">আর্জেন্তিনা</a>।&nbsp;</p>
<p><strong>কাঠগড়ায় কল্যাণ?</strong></p>
<p>ভারতীয় ফুটবলে (Indian Football) ফের বিতর্ক। এবার কাঠগড়ায় স্বয়ং সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) প্রেসিডেন্ট কল্য়াণ চৌবে (Kalyan Chaubey)। দুর্নীতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। এমনকী, অভিযোগপত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী <a title="অমিত শাহ" href="https://bengali.abplive.com/topic/amit-shah" data-type="interlinkingkeywords">অমিত শাহ</a>র (Amit Shah) কাছেও।</p>
<p>অভিযোগ করেছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রধান আইনি পরামর্শদাতা নীলাঞ্জন ভট্টাচার্য। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে নীলাঞ্জন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন কল্যাণের বিরুদ্ধে। সর্বভারতীয় ফুটবল সংস্থার টাকা ব্যক্তিগত কারণে ব্যবহার করেছেন কল্যাণ, এরকম গুরুতর অভিযোগও করেছেন।</p>
<p><strong>সরানো হল, নাকি সরলেন?</strong></p>
<p>আইপিএল (IPL 2024) শুরু হতে আর দিন কুড়ি বাকি। তার আগে চাকরি গেল ডেল স্টেনের (Dale Steyn)!</p>
<p>এক সময় সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্টবোলার। অবসরের পর তিনি সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসাবে কাজ করছিলেন। তবে আইপিএলে গত কয়েক মরশুমে হতশ্রী পারফরম্যান্স করেছে সানরাইজার্স হায়দরাবাদ। যার জেরে সরিয়ে দেওয়া হল প্রোটিয়া তারকাকে।&nbsp;</p>
<p>ডেল স্টেনের পরিবর্তে নিউজ়িল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকে বোলিং কোচ করল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও ব্যক্তিগত কারণে স্টেন নিজেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে। ২০২২ সাল থেকে দুই মরশুম <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ ছিলেন স্টেন।</p>