Indian Cricket Team Reaches Top Of WTC Points Table As Australia Beat New Zealand

দুবাই: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে প্রথম টেস্টে (NZ vs AUS) ক্যামেরন গ্রিনের ব্যাটিং এবং নাথান লায়নের দুরন্ত বোলিংয়ে জয় পায় অস্ট্রেলিয়া। ১৭২ রানে কিউয়িদের হারায় অজ়িরা। এই বিরাট ব্যবধানে পরাজয়ের জেরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার (WTC Points Table) শীর্ষস্থান হারাল কিউয়িরা। শীর্ষে উঠে এল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। এই ম্যাচের আগে চার ম্যাচে ৩৬ পয়েন্ট ছিল নিউজ়িল্যান্ডের দখলে। জয়ের শতকরা শতাংশ ৭৫। এই হারের পর নিউজ়িল্যান্ডের জয়ের শতকরা ৬০-এ নেমে গেল। অপরদিকে, ভারতের দখলে আট ম্যাচের পর রয়েছে ৬২ পয়েন্ট। রোহিতদের জয়ের হার শতকরা ৬৪.৫৮। ফলে শীর্ষে উঠে এল ভারত এবং দ্বিতীয় স্থানে নেমে গেল নিউজ়িল্যান্ড। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই চাকরি গেল ডেল স্টেনের, কে হলেন হায়দরাবাদের বোলিং কোচ?