Nathan Lyon Spins Australia To Win 1st Test Vs New Zealand

ওয়েলিংটন: ন্যাথান লায়নের (Nathan Lyon) স্পিনের ফাঁদে নাস্তানাবুদ নিউজ়িল্যান্ড। দ্বিতীয় ইনিংস ছয় উইকেট নিলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার। ১৯৬ রানে অল আউট হয়ে গেল নিউজ়িল্যান্ড। ১৭২ রানে প্রথম টেস্ট (NZ vs AUS) জিতল অস্ট্রেলিয়া। টেস্টের প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেন লায়ন। এক ম্যাচে কিউয়িভূমে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব শেন ওয়ার্নেরও নেই। তিনিই প্রথম অজ়ি হিসাবে এই কৃতিত্ব গড়লেন তবে প্রথম ইনিংসে অপরাজিত ১৭৪ ও দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করার পাশাপাশি এক উইকেট নিয়ে ম্য়াচের সেরা হলেন ক্যামেরন গ্রিন।

এই টেস্টেই কর্টনি ওয়ালশকে পিছনে ফেলে সর্বকালের সপ্তম সর্বোচ্চ টেস্ট উইকেটসংগ্রাহক হয়ে গেলেন লায়ন। ম্যাচের চতুর্থ দিনের শুরুতে নিউজ়িল্যান্ডের স্কোর ছিল তিন উইকেটের বিনিময়ে ১১১ রান। প্রথম ইনিংসে ২০৪ রানে পিছিয়ে থাকলেও, গ্লেন ফিলিপ্সের প্রথম টেস্ট পাঁচ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অল আউট করে দেয় নিউজ়িল্যান্ড। অজ়িদের হয়ে নাইট ওয়াচম্যান হিসাবে নামা লায়ন সর্বাধিক ৪১ রানের ইনিংস খেলেন। কিউয়িদের সামনে জয়ের জন্য লক্ষ ছিল ৩৬৯ রান।

লায়ন চতুর্থ দিনের স্পিনসহায়ক পিচে শুরুটা বেশ ভালভাবেই করেন। দিনের সপ্তম ওভারেই অর্ধশতরানকারী রাচিন রবীন্দ্রকে ৫৯ রান ও টম ব্লান্ডলকে শূন্য রানে আউট করেন। নিজের পরের ওভারেই তিনি গ্লেন ফিলিপ্সকে এক রানে আউট করেন লায়ন। ১২৮ রানে ছয় উইকেট হারানোর পর স্কট কুগারলাইন আক্রমণাত্মক মেজাজে বেশ কয়েকটা বাউন্ডারি মারেন। ডারিল মিচেলও একদিক আগলে রাগছিলেন। দুইজনে ৩৬ রানের পার্টনারশিপ যোগ করেন। তবে ক্যামেরন গ্রিন সেই পার্টনারশিপ ভাঙেন। কুগারলাইন ২৬ রানের ইনিংস খেলেন।

ম্যাট হেনরি ১৪ রানের ইনিংস খেলার পর হ্যাজেলউডের বলে আউট হন। এরপর টিম সাউদিকে সাত রানে আউট করে লায়ন দশ উইকেট পূর্ণ করেন। শেষমেশ ডারিল মিচেলের লড়াকু ৩৮ রানের ইনিংস সমাপ্ত করে কিউয়িদের ইনিংস শেষ করে অজ়িরা। দুইদল ৮ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে।           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: আফগানিস্তানকে হারিয়ে প্রথমবার টেস্টে জয়, রেকর্ড গড়ে টেক্কা ভারত, নিউজিল্যান্ড, প্রোটিয়াদের