Caddies Benevolent Trust and Tollygunge Club join forces for 7th Golf Tournament, Bridge Federation of India elected new committee

কলকাতা: গলফ (Golf) খেলাটাই চালানো যেত না, যদি না তাঁরা থাকতেন। তাঁরা অর্থাৎ, ক্যাডি, টেনিস বয়, ট্যাঙ্ক বয়রা। গলফারদের সাফল্য়ের আড়ালে যাঁদের কৃতিত্ব ঢাকা পড়ে যায়। আর সেই অন্তরালে থাকা মানুষগুলোর মুখে হাসি ফোটাতে গলফ টুর্নামেন্ট আয়োজিত হল কলকাতায়।

ক্যাডিস বেনিভোলেন্ট ট্রাস্টের (Caddies Benevolent Trust) উদ্যোগে ও টালিগঞ্জ ক্লাবের (Tollygunge Club) সহযোগিতায় ২ ও ৩ মার্চ তিলোত্তমার বুকে হয়ে গেল সিবিটি গলফ প্রতিযোগিতার সপ্তম সংস্করণ।

টুর্নামেন্টে ওভারঅল স্ট্রেটেস্ট ড্রাইভের জন্য (অন দ্য লাইন) পুরস্কৃত হয়েছেন খানশ্রী ব্রহ্ম। ওভারঅল ক্লোজেস্ট টু দ্য পিন (১ ফিট ৫ ইঞ্চি ক্যাটাগরি) বিভাগে জিতেছেন বিসাল সহায়। টিম হ্যান্ডিক্যাপ ১৮ অ্যান্ড অ্যাবভে রানার আপ হয়েছেন বিবেক মাথুর ও দেবাশিস সুর। তাঁদের প্রাপ্ত পয়েন্ট ৪৭। তাঁদের চেয়ে ২ পয়েন্ট বেশি পেয়ে, ৪৯ পয়েন্ট সহ বিজয়ী সামাইরা চিটলাঙ্গিয়া ও ধনভী পটেল।

টিম হ্যান্ডিক্যাপ অনূর্ধ্ব ১৮ বিভাগে রানার আপ হয়েছে বারিশ মোহতা ও দিশান ঘোষ। তারা পেয়েছে ৪৬ পয়েন্ট। ৪৯ পয়েন্ট সহ বিজয়ী অমিত সারোগি ও অভিষেক সারোগি।

ক্যাডিস বেনিভোলেন্ট ট্রাস্টের চেয়ারম্যান রাজন বাসওয়ানি বলেছেন, ‘এই টুর্নামেন্ট ক্যাডি, টেনিস বয় এবং ট্যাঙ্ক বয়দের সাহায্য করার জন্য এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। সংগৃহীত অর্থ এবং অনুদান তাঁদের ইউনিফর্ম, স্বাস্থ্য পরিষেবা, বাচ্চাদের স্কুলের মাইনে, জুতো, বর্ষাতি, শীতের জ্যাকেট ইত্যাদি কেনার কাজে লাগানো হবে।’

টালিগঞ্জ ক্লাবের সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘২০১৪ সালে ক্লাবের সিনিয়র সদস্যদের গড়া সিবিটি ক্যাডি এবং টেনিস বয় ও ট্যাঙ্ক বয়দের সাহায্যের জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে ক্লাব। করোনা অতিমারীর সময় যখন ক্লাব বন্ধ ছিল, ক্যাডি, টেনিস ও ট্যাঙ্ক বয়রা সমস্যায় পড়েছিলেন। তখনও তাঁদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সিবিটি।’

সর্বভারতীয় ব্রিজ ফেডারেশনের নতুন কমিটি

২০২৪-২০২৬ মেয়াদকালের জন্য নতুন কমিটি গড়ার কথা ঘোষণা করল সর্বভারতীয় ব্রিজ ফেডারেশন। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রসাদ ভি কেনি (গোয়া)। সচিব হয়েছেন দেবাশিস রায় (পশ্চিমবঙ্গ)। কোষাধ্যক্ষ হয়েছেন সি সতীশ কুমার (তামিলনাড়ু)। দু’বছরের জন্য দায়িত্ব পেলেন তাঁরা।

আরও পড়ুন: কেন কাজ ও দক্ষতার ভিত্তিতে সমাজে মেয়েদের মূল্যায়ন হবে না, প্রশ্ন তুললেন সানিয়া

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন