Double-decker buses-দোতলা বাসের দাম দুই কোটির ওপর, অর্থ দফতরের কাছে ফাইল পাঠাবেন পরিবহণ মন্ত্রী

কলকাতায় রাস্তায় দোতলা বাস ফিরিয়ে আনতে চাইছে রাজ্য পরিবহণ দফতর। কিন্তু, সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। বর্তমানে কোনও নির্মাণ সংস্থাই আর দোতলা বাস তৈরি করে না। ফলে মিলছে না ডবল ডেকার বাস। শেষ পর্যন্ত একটি সংস্থার সন্ধান মিললেও সেই সংস্থার তরফে এক একটি বাসের দাম চাওয়া হয়েছে ২ কোটি ৩০ লক্ষ টাকা। তবে সেই বাসগুলি তৈরি হয়ে পড়ে রয়েছে। ওই সংস্থাটিও নতুন করে দোতলা বাস বানায় না। এমন অবস্থায় ৫ কোটি টাকা ব্যয় করে দুটি দোতলা বাস কিনতে চায়ছে পরিবহণ দফতর। এ নিয়ে অর্থ দফতরের কাছে ছাড়পত্র চেয়ে ফাইল পাঠাবে পরিবহণ দফতর। কিন্তু, সেই ক্ষেত্রে ছাড়পত্র মিলবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

আরও পড়ুন:ই-ডবল ডেকার বাস আসছে গোটা দেশজুড়ে, ফাটাফাটি দেখতে, চাপলেই মন ভালো হয়ে যাবে…

জানা গিয়েছে, সম্প্রতি বিধানসভার অধিবেশনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে কলকাতার নস্টালজিয়া দোতলা বাস ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছিলেন। স্পিকারের সেই অনুরোধের পরে কলকাতার রাস্তায় দোতলা বাস ফিরিয়ে আনতে আগ্রহ দেখান পরিবহণ মন্ত্রী। তিনি জানান, কলকাতায় দোতলা বাস নামানোর চেষ্টা করা হবে। এর জন্য ফাইল তৈরি করে অর্থ দফতরকে পাঠানো হবে। প্রসঙ্গত, এমনিতেই অর্থাভাবে ধুঁকছে রাজ্য পরিবহণ দফতর। এই অবস্থায় দুটি বাসের দাম প্রায় ৫ কোটি টাকা হলেও দরাদরির পথে যেতে পারছে না। কারণ একটি সংস্থার কাছে রয়েছে দোতলা বাস। জানা গিয়েছে, পরিবহণ মন্ত্রী নিগমের কর্তাদের দোতলা বাস বানানোর সংস্থার সন্ধান করতে বলেছিলেন। তবে প্রতিটি সংস্থায় জানিয়ে দেয়, এখন চাহিদা নেই তাই তারা দোতলা বাস বানাচ্ছে না।

এককালে রমরমিয়ে কলকাতার বুকে ছুটত দোতলা বাস। বিভিন্ন তথ্য অনুযায়ী, কলকাতায় প্রথম দোতলা বাস চালু হয়েছিল ১৯২৬ সালে। কালীঘাট থেকে শ্যামবাজার রুটে চলত সেই বাস। পরে ধীরে ধীরে অন্য বেশ কয়েকটি রুটে ছুটতে শুরু করেছিল দোতলা বাস। পরে অবশ্য বিগত শতাব্দীর শেষ দশক থেকে ক্রমেই কমতে থাকে দোতলা বাস। ১৯৯০ সাল থেকেই ক্রমে তিলোত্তমায় কমতে শুরু করেছিল ডবলডেকার বাস। এরপর ২০০৫ সালে কলকাতার বুক থেকে বিদায় নিয়েছিল শেষ ডবলডেকার বাসটি। অবশ্য শুধু কলকাতা নয়, দেশের বহু মেট্রো শহরেই একটা সময়ে দেখা যেত দোতলা বাস। তবে সেই নস্টালজিয়া ক্রমেই ফিরছে বেশ কিছু শহরে। ২০২২ সালের অক্টোবর মাসেই কলকাতার রাস্তায় যাত্রা শুরু করেছিল দোতলা বাস। তবে তা শুধুমাত্র পর্যটন ক্ষেত্রেই ব্যবহৃত।