Kolkata New Auto Route: দমদম, কামারহাটি সহ একাধিক রুটে নতুন করে অটো চালানোর পরিকল্পনা, ফিরবে স্বস্তি!

কলকাতার একাধিক নতুন রুটে অটো চালানোর ভাবনাচিন্তা করছে পরিবহণ দফতর। এতে বিপুল সংখ্য়ক যাত্রীর সুযোগ সুবিধা আরও বাড়বে। মূলত দমদম, বিধাননগর, নিউ টাউন, বরাহনগর, কামারহাটি সহ বিভিন্ন এলাকায় এই অটোর নতুন করে রুট তৈরির চিন্তাভাবনা চলছে। এতে অসংখ্য় যাত্রী নতুন করে স্বস্তি ফিরে পাবেন এটা আশা করাই যায়। 

আসলে দীর্ঘদিন ধরেই এই রুটগুলিতে অটো চালানোর ব্যাপারে দাবি ছিল। এই রুটে অটো না চলার জেরে মারাত্মক সমস্যায় পড়ছিলেন অনেকেই। তবে এবার নতুন করে সেই রুটে অটো চালানোর ভাবনা। দমদমের চিড়িয়ামোড় থেকে শ্য়ামবাজার, শিয়ালদহ থেকে শ্য়ামবাজার সহ আরও কয়েকটি রুটে নতুন করে অটো চালানোর চিন্তাভাবনা করা হচ্ছে। সূত্রের খবর, পুরসভা, পুলিশ সহ বিভিন্ন মহলের সঙ্গে কথা বলার পরেই নতুন করে এই সব রুটগুলিতে অটো চালানোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে। 

মূলত বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেটা নিশ্চিত করার জন্যই এই নয়া রুটে অটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কলকাতা শহরের পাশাপাশি নতুন করে গড়ে উঠেছিল সল্টলেক। আবার নিউটাউন নতুন করে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে সেই সব এলাকায় জনবসতিও কিছু কম নয়। তবে সল্টলেকের কিছু পকেট রুটে এখনও সেভাবে অটো নেই। তবে সেখানেও জনবসতি কম কিছু নয়। আবার অন্য়দিকে নিউটাউনে অটোর চাহিদা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গেই দমদম স্টেশনে অফিস টাইমে গেলেই বোঝা যায় কত মানুষ এই স্টেশনগুলির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে দমদম, শ্য়ামবাজার, শিয়ালদা, বরাহনগর, কামারহাটি পুর এলাকা সহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় নতুন করে অটো চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে একাধিক জায়গায় বর্তমানে টোটো চলছে। কিন্তু যাত্রীদের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারছে না এই টোটো। তাছাড়া সব জায়গায় টোটো চালানোর ছাড়পত্র নেই। সেক্ষেত্রে বিকল্প রুটে অটো চালানোর উপর জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে নতুন করে সেই নির্দিষ্ট রুটগুলিতে অটো চালানোর ছাড়পত্র দেওয়া হতে পারে। 

স্কুল, কলেজে, অফিসে, কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে অনেকেরই ভরসা অটো। বিভিন্ন জায়গায় অটো ধরার জন্য লাইন দেখলেই বোঝা যায় কীভাবে অটোর প্রতি সাধারণ মানুষের চাহিদা রয়েছে। কিন্তু কিছুক্ষেত্রে দেখা যায় বিকল্প রুটে, অতিরিক্ত রুটে অটো নেই। তবে এবার সেই রুটে অটো চালানোর নতুন করে উদ্য়োগ নেওয়া হচ্ছে।