TMC MLA Tapas Roy resign: ‘শাহজাহানের জন্য উদ্বেগ, আর আমার…’ ইডি হানার পর মমতা ভূমিকায় একরাশ অভিমান তাপসের

বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগে একরাশ অভিমানের কথা সাংবাদিকদের কাছে উগরে দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই অভিমানের কারণ দলনেত্রীও বলে সোমবার জানালেন তিনি।

গত ১২ জানুয়ারি, বিধায়কে বাড়ি ইডি তল্লাশিতে যায়। তাপসের দাবি, তার পর থেকে ৫২ দিন কেটে গিয়েছে। কিন্তু একটি বারও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোঁজ নেননি। এদিন তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বলে বললেন, অথচ আমার বাড়িতে ইডি-র হানার কথা একটি বারের জন্য উল্লেখ করলেন না। আমি আহত, আঘাতপ্রাপ্ত।’

এদিনের সাংবাদিক বৈঠকে একাধিকবার তিনি ইডির অভিযানের প্রসঙ্গ তোলেন। তাঁর বাড়িতে ইডি গিয়েছে বলে দলের কেউ কেউ উল্লাসও করছেন বলে উল্লেখ করেন। তিনি, ‘১২ জানুয়ারি বিবেকান্দ জন্মদিন উপলক্ষে তাঁর বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। দলের ৪৫-৫০জন যাঁরা আমাকে ভালবাসেন তাঁরাই বলেছেন, আমার বাড়িতে যখন তল্লাশি চলছে, তখন কেউ কেউ উল্লাস করছেন।যদিও অনেকেই আবার প্রতিবাদও করেছেন।’

আরও পড়ুন। বিধানসভায় ইস্তফা দিতে গেলেন তৃণমূল বিধায়ক তাপস রায়!‌ যোগ দেবেন বিজেপিতে?‌

তিনি বলেন, ‘ইডি অভিযানে বিধ্বস্ত আমি ও আমার পরিবার। ভেবেছিলাম মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। অন্য কারও বাড়িতে গেলে ইডি কড়া নাড়লে বলেন। আমারও স্ত্রী পুত্র রয়েছে। এগুলো হৃদয়কে নাড়াচাড়া দিয়ে যায়।’

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, দল ছাড়তে পারেন তাপস রায়। এই জল্পনা আরও জোরাল হতেই তাঁর সঙ্গে সোমবার সকালে কথা বলতে যান শিক্ষামন্ত্রী বাত্য বসু ও কুণাল ঘোষ। দু’জনেই তাঁকে এই ধরনে সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করেন বলে সূত্রের খবর। যদিও কুণাল বা ব্রাত্য এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।

দুজনে কথা বলার পর বাইরে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‌আমি প্রায়ই তাপসদার বাড়িতে আসি। আজও এসেছি। নানা বিষয়ে কথাবার্তা হয়।’‌

 তবে শেষ পর্যন্ত দেখা গেল দুজনের আলোচনাতে বরফ গলেনি। বিধায়ক-সহ দলীয় পদ থেকে ইস্তফাই দিলেন তিনি। এদিন স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন তাপস রায়।