শেফিল্ডকে হারিয়ে যে রেকর্ড গড়লো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইটা জমিয়ে রাখতে সব কিছুই করছে আর্সেনাল। সর্বশেষ শেফিল্ড ইউনাইটেডকে ৬-০ গোলে বিধ্বস্ত করে রেকর্ডবুকে নাম লিখিয়েছে তারা। পাশাপাশি লড়াইয়ে টিকে থাকতে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ওপর চাপটাও অব্যাহত রেখেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে গানাররাই প্রথম দল যারা টানা তিন ম্যাচ জিতেছে পাঁচ বা তার বেশি গোল করে। এদিন শুরু থেকে চড়াও হওয়া আর্সেনাল প্রথমার্ধেই স্কোর লাইন করে ৫-০। প্রতিপক্ষের ওপর শুরুতেই ঝাঁপিয়ে পড়ে গোলও তুলে নেয় পঞ্চম মিনিটে। জাল কাঁপান মার্টিন ওডেগার্ড।

১৩ মিনিটে জেইডেন বোগলের আত্মঘাতী গোলে স্কোর হয় ২-০। ১৫ মিনিটে মার্টিনেল্লি, ২৫ মিনিটে হাভের্তজ ও ৩৯ মিনিটে ডেক্লান রাইসের গোলে আসে পঞ্চমটি। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ষষ্ঠ গোলটি করেছেন বেন হোয়াইট। তারা সপ্তম গোলটিও পেতে পারতো! বদলি গাব্রিয়েল জেসুস বাঁকানো শট নিয়েছিলেন। সেটি দারুণ দক্ষতায় সেভ করে আর্সেনালকে হতাশ করেন শেফিল্ড গোলকিপার।

টানা সাত জয়ে আর্সেনালের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩১টি। যা তাদের সুবিধাজনক জায়গাতেও রাখছে। বিশেষ করে শিরোপা নির্ধারণে গোল গড় বিবেচনায় নিলে এটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে।

এই মুহূর্তে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে তারা। লিভারপুল ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তিনে থাকা গানারদের পয়েন্ট ৬১। অ্যানফিল্ডে লিভারপুল-ম্যানসিটি ম্যাচের আগে শীর্ষে যাওয়ার সুযোগ আছে আর্সেনালের।