Court on Trump: ট্রাম্পকে ব্যালট থেকে সরাতে পারবে না কোনও রাজ্য, রায় US সুপ্রিম কোর্টের

মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে মাঝে কলোরাডো ব্যালট মামলায় এবার বড়সড় জয় পেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন মার্তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মামলায় এর আগে কলোরাডো সুপ্রিম কোর্টের থেকে বড় ধাক্কা খান। সেই রায়ে তাঁকে সেরাজ্যে প্রাইমারি ব্যালটের ভোটে অংশগ্রহণ করার যোগ্য নয় বলে রায় দিয়েছিল কলোরাডো সুপ্রিম কোর্ট। তবে সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট সেই রায়কে নস্যাৎ করে যে বার্তা দিয়েছে তাতে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই পর্বে ট্রাম্পের এই মামলায় আর বাধা নেই।

প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাইমারিতে অযোগ্য বলে ঘোষণা করে রায় দিয়েছিল কলোরাডো সুপ্রিম কোর্ট। কলোরাডোর সুপ্রিম কোর্টের রায়কে সোমবার মার্কিন ফেডারাল সুপ্রিম কোর্ট অবৈধ বলে রায় দিয়েছে যা ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় জয়। মার্কিন ফেডারাল সুপ্রিম কোর্ট সোমবার সর্বসম্মতিক্রমে রায় দিয়েছে যে, ২০২৪ সালের কলোরাডো নির্বাচনী ব্যালটে থাকতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রয়েছে কলোরাডো সহ ১৪ টি মার্কিন অঙ্গরাজ্যে ‘সুপার টিউসডে’র প্রাইমারি নির্বাচন। ঠিক তার একদিন আগে ট্রাম্পের পক্ষে আসা এই রায়ে খানিকটা স্বস্তিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের শিবির।

এদিকে, সদ্য ট্রাম্পের বিজয়রথে ধাক্কা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালে। রাজধানী ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে প্রথম হারের স্বাদ যেমন পেয়েছেন ট্রাম্প, তেমনই নিকির সেটি প্রথম জয়। ভারতী বংশোদ্ভূত নিকি হ্যালের এই জয় থেকে স্পষ্ট আপাতত মার্কিন প্রেসিডেন্ড পদের দৌড়ে রিবাপলিকানদের তরফে ট্রাম্পের প্রথম প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালে। উল্লেখ্য, ওয়াশিংটন কট্টর ডেমোক্র্যাটদের আঁতুর ঘর। সেই জায়গা থেকে নিকির এই জয় মার্কিন রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে।

এদিকে, ‘সুপার টিউসডে’র ঠিক আগে, ট্রাম্পের পক্ষে আসা মার্কিন ফেডারেল সুপ্রিম কোর্টের রায় তাঁর জন্য সুখের বার্তা নিয়ে আসে। উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটাল দাঙ্গায় প্ররোচনার দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা থাকার দায়ে কলোরাডো সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়। এর জেরে কলোরাডো প্রাইমারিতে ট্রাম্পকে অযোগ্য বলে ঘোষণা করেছিল সেদেশের সুপ্রিম কোর্ট। কলোরাডো সুপ্রিম কর্টের সেই রায়ই বাতিল হয়েছে ফেডারেল সুপ্রিম কোর্টের রায়ে। ফেডারেল সুপ্রিম কোর্ট বলছে, সংবিধান অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কোনও পদে প্রার্থী হতে কাউকে অযোগ্য বলে ঘোষণা করতে পারে না কোনও মার্কিন অঙ্গরাজ্যের কোর্ট।