Kunal Ghosh on Sudip Banerjee: ‘শো-কজ চিঠি পড়িনি, সন্ধ্যায় সুদীপদার বাড়ি চা খেতে যাব,’ বললেন কুণাল

সাত সকালে তাপস রায়ের মানভঞ্জন করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষ। সঙ্গী ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই কুণাল পেয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সই করা শো-কজের চিঠি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করার জেরেই তাঁকে এই শো-কজ বলে মনে করা হচ্ছিল। তার পর তাপস রায় বিধায়ক পদ ছাড়তেই অন্য সুর কুণালের গলায়। রীতিমতো সাংবাদিকদের ডেকে জানিয়ে দিলেন সন্ধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চা খেতে যাচ্ছেন। ফোন করে প্রবীণ তৃণমূল নেতা তাঁকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

উত্তর কলকাতার একটি বৈঠকে তাঁকে আমন্ত্রণ না জানানো নিয়েই কুণালের ক্ষোভ সূত্রপাত বলে মনে করা হচ্ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য তাঁকে বৈঠকে ডাকা হয়নি বলেই মন্তব্য করেছিলেন তিনি। সোমবার বেলা বাড়তেই ভিন্ন সুর কুণালের গলায়। তিনি বলেন,’সুদীপ বন্দ্যোপাধ্যায় আমায় জানিয়েছে, আমাকে বৈঠকে যে ডাকা হয়নি তা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমায় ফোন করেছেন। আমি খুশি। সুদীপদা সৌজন্য দেখিছেন। আমিও সৌজন্য দেখিয়ে যাব। সুদীপদার বিরুদ্ধে মহিলা প্রার্থীর কথা বলেছিলাম। এখন সে সব বলছি না। এটা অসৌজন্য। ‘

আরও পড়ুন। রাজ্যে এক দফায় ভোট চাইছে তৃণমূল, নির্বাচন কমিশনে আর কী চাইল অন্যান্য দলগুলি

প্রসঙ্গত, এর আগে কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন। শশী পাঁজাকে প্রার্থী করার কথা বলেছিলেন। এমন কী প্রবীণ তৃণমূল নেতার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কেও দাঁড় করানোর কথা বলেছিলেন। এখন আর সে সব দাবি করছেন না তিনি। সন্ধ্যা সাতটা সময় চা খেতে যাবেন তিনি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।

আরও পড়ুন। তাপস রায়কে দিয়ে শুরু, আরও অনেকে…’ দিলীপ ঘোষের দাবিতে জোর জল্পনা

প্রসঙ্গত, তাপস রায়ের দল ছাড়া পিছনে যে সমস্ত কারণগুলি রয়েছে বলে তিনি দাবি করেছেন, তার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ অন্যতম ছিল। জল্পনা চলছে, বিজেপিতে যোগ দিতে পারেন তাপস রায়। প্রার্থী হয়ে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়তে পারেন তিনি।

শো-কজের চিঠি প্রসঙ্গে সংবাদিকদের প্রশ্নের জবাবে এক কলি গান গেয়ে শোনান কুণাল। পরে তিনি বলেন, ‘আমি উপহাস করছি না। আমার চিঠিটা পড়া হয়নি। আমি গান শুনছিলাম।’

আরও পড়ুন। ‘মানুষ একদিন জবাব দেবে’, নন্দীগ্রাম মামলা নিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার