Police Recruitment:নিজের বদলে অন্যকে পরীক্ষায় বসিয়ে পাশ!পুলিশে নিয়োগে প্রশ্নফাঁস কাণ্ডে ১৫ ট্রেনি SI আটক, কাঠগড়ায় টপারও

দুর্নীতি রুখতে যে পুলিশের ওপর ভরসা, সেই পুলিশের নিয়োগ পরীক্ষাতেই বড়সড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রাজস্থানে। ঘটনার কেন্দ্রে ২০২১ সালে সেরাজ্যে হওয়া পুলিশের এসআই পদের পরীক্ষা। ২০২১ সালের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়া ঘিরে সদ্য একটি তথ্য পায় রাজস্থান পুলিশ। তদন্তে দেখা যায়, ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে কিম্বা নিজের জায়গায় অন্যকে ‘ডামি পরীক্ষার্থী হিসাবে’ পরীক্ষায় বসিয়ে অনেকেই এসআই পদের পরীক্ষায় পাশ করে কাজে যোগ দিয়েছেন। এমন ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়াদের মধ্যে রয়েছেন সেই বছরের এসআই পদের প্রথমস্থানে থাকা পদপ্রার্থীও!

২০২১ সালে রাজস্থানে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট পরীক্ষা হয় রাজস্থানে। সেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। তদন্তে নেমে রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ রাজস্থান পুলিশ অ্যাকাডেমিতে ঢোকে। সেখানে ট্রেনিং-এ থাকা বহু সন্দেহভাজনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, এই ১৫ জন সন্দেহভাজনই হলেন পুলিশের ট্রেনি এসআই। যাঁরা ২০২১ সালের এসআই নিয়োগ পরীক্ষায় পাশ করে অ্যাকাডেমিতে ট্রেনিং নিচ্ছিলেন। এছাড়াও আজমেঢ়ের কিষণগড়ের ট্রেনিং স্কুল থেকে একজনকে ও  বাকি ২ জনকে স্থানীয় গ্রাম থেকে আটক করা হয়েছে। মোট ১৫ জন এসআই এই মামলায় ধৃত।

রাজস্থানের রাজ্যপুলিশের এটিএস ও এসওজির এডিজি ভিকে সিং বলছেন,  রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন ২০২১ সালে সাব-ইন্সপেক্টর এবং প্লাটুন কমান্ডার নিয়োগ পরীক্ষা পরিচালনা করেছিল। পুলিশ অফিসার বলছেন, ‘ একটি অপরাধী চক্র প্রশ্নপত্র ফাঁস করেছে এবং কয়েকজন প্রার্থীকে নিয়োগ করে দিয়েছে এমন তথ্য পাওয়ার পরে, এটি যাচাই করা হয় এবং একটি এফআইআর নথিভুক্ত করা হয়। সন্দেহভাজন ১৫ জন ট্রেনিকে জিজ্ঞাসাবাদের জন্য এসওজি সদর দফতরে নিয়ে আসা হয়েছে।’

এই ঘটনার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেন, সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা ২০২১ পেপার ফাঁস মামলায় SIT-এর বড় সাফল্য, ১৫ জন হেফাজতে। তিনি জানান পরীক্ষার টপার সহ ১৫ জন ট্রেনিকে এই মুহূর্তে এসওজির এসআইটির আওতায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বড়সড় দুর্নীতি মামলায় পর্দাফাঁস হতেই রাজস্থানের মুখ্যমন্ত্রী টুইটে লেখেন,’ মোদীর গ্যারান্টি মানে সেই নিশ্চয়তা পূরণ হবে। নতুন ভারতের নতুন রাজস্থানে প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ন্ত্রণ করা হচ্ছে। পেপার ফাঁস ঠেকাতে গঠিত এসআইটি বড় সাফল্য পেয়েছে।’