Prostate Cancer Treatment May Change As AI Reveals New Way Of Diagnosing Disease

কলকাতা: প্রস্টেট ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী বদল আসতে পারে। অক্সফোর্ড ও ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায়  সম্প্রতি এমনটাই জানা গেল। এতদিন যেভাবে প্রস্টেট ক্যানসারের পরীক্ষা করা হত, তাতেও বদল আসবে। বদলে যাবে রোগ শনাক্তকরণের পদ্ধতি। কারণ সম্প্রতি বিজ্ঞানীরা প্রস্টেট ক্যানসারের দুটি সাবটাইপ বা ভাগ আবিষ্কার করেছেন। যার আগের তুলনায় আরও বেশি আগ্রাসী প্রকৃতির বলেই দাবি। আর এই দুই ধরনের ক্যানসারের চরিত্র খুঁজে পাওয়া গিয়েছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে।

কৃত্রিম বুদ্ধিমত্তার কামাল

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই এই যুগান্তকারী আবিষ্কার সম্ভব  হয়েছে বলে জানা গিয়েছে। এবার থেকে রোগটি শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো হবে। তার সাহায্যেই জানা যাবে প্রস্টেট ক্যানসারের ঠিক কোন ধরনটিতে আক্রান্ত হয়েছেন রোগী। এই প্রসঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের প্রধান গবেষক ড্যান উডকক সংবাদমাধ্যমকে বলেন, তাদের গবেষণায় প্রস্টেট ক্য়ানসারের দুটি সাবটাইপ আবিষ্কৃত হয়েছে। যার বৈজ্ঞানিক নাম ইভোটাইপ। প্রস্টেটের টিউমার বেশ কয়েকটি উপায়ে আকারে বড় হতে থাকে। যা শেষ পর্যন্ত দুটি বিশেষ ধরনের প্রস্টেট ক্যানসারের চেহারা নেয়।

প্রস্টেট জিন পরীক্ষার খুঁটিনাটি

জিন পরীক্ষার উপর নির্ভর করেই এতদিন প্রস্টেটের ধরন খুঁজে বার করা হত। সেই পদ্ধতিকেই এবার চ্যালেঞ্জ জানাল নয়া গবেষণা। এবার থেকে কীভাবে টিউমারটি বড় হচ্ছে তার উপর নির্ভর করতে পারবেন চিকিৎসকরা। তা দেখে ক্যানসারের ধরনটিকে শনাক্তও করা যাবে। আর সেই কাজে চিকিৎসককে সঙ্গত দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

প্রতি রোগীর জন্য আলাদা তথ্য

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটি ক্যানসার রিসার্চ ইউকে-এর সঙ্গে যৌথভাবে করা হয়। এর আগে টিউমারের গ্রেডিং ও স্টেজিং (শ্রেণিবিভাগ ও ধাপ নির্ণয়) সাবেকি জিন পরীক্ষার মাধ্যমে করা হত। তবে নয়া গবেষণা সেই শনাক্তকরণের একটি নতুন দিগন্ত খুলে দিল। পাশাপাশি এই রোগটি কোন ব্যক্তির ক্ষেত্রে কেমন চেহারা নিতে পারে তার তথ্যও সরবরাহ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই তথ্যের নিরিখেই ভবিষ্যতের চিকিৎসা চলবে। সহজ হবে রোগীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটিও। 

কীভাবে পরীক্ষা

প্রস্টেট ক্যানসারের জিন কীভাবে চেহারা পাল্টায় তা দেখার জন্য ১৫৯ রোগীর জিনোম সিকোয়েন্সিং করেন বিজ্ঞানীরা। এর সিকোয়েন্সিংয়ের ফলেই দুটি আলাদা ধরনের ক্যানসার গ্রুপের চেহারা ধরা পড়ে। তার ভিত্তিতেই বদলে যেতে চলেছে প্রস্টেট ক্যানসারের পরীক্ষানিরীক্ষা।

আরও পড়ুন – Stomach Cancer: পাকস্থলির ক্যানসারে আক্রান্ত হন ISRO চিফ, কীভাবে এড়ানো যায় এই মারণরোগ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন