Rohit Sharma 1 six away from becoming first indian batter to make this record get to know

ধর্মশালা: আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার মালিক তিনি। এবার আরও একটি নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা (Rohit Sharma)। ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG Test) পঞ্চম টেস্টে আর একটি মাত্র ছক্কা হাঁকালেই নতুন এক নজির গড়বেন ভারত অধিনায়ক। প্রথম ভারতীয় ব্য়াটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ৫০ ছক্কা হাঁকানোর নজির গড়বেন হিটম্য়ান। ৩৬ বছরের ভারতীয় ওপেনার এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে মোট ৩১টি ম্য়াচ খেলেছেন। আর তাতে মোট ৪৯টি ছক্কা হাঁকিয়েছেন। ভারতের আর কোনও ব্য়াটার এতগুলো ছক্কা হাঁকাননি টেস্ট চ্যাম্পিয়নশিপে। 

এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক বেন স্টোকন। তিনি ৪৪ ম্য়াচ খেলে মোট ৭৮টি ছক্কা হাঁকিয়েছেন। ঝুলিতে রয়েছে মোট ২৯০৭ রান। তালিকায় দ্বিতীয় স্থানেই রোহিত রয়েছেন এখন। তাঁর ঝুলিতে ৪৯ ছক্কার সঙ্গে ২৪৪৯ রান। ২৪ ম্য়াচ খেলে ৩৮ ছক্কার সাহায্যে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ঋষভ পন্থ। চলতি সিরিজে প্রথম চারটি ম্য়াচ খেললে, হয়ত পঞ্চাশের গণ্ডি পেরনোর সুযোগ থাকত তাঁর কাছেও। জনি বেয়ারস্টো তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ২৭টি ছক্কার সাহায্যে। তিনি খেলেছেন মোট ৩৪টি ম্য়াচ। তবে প্রথম পাঁচে রয়েছেন যশস্বী জয়সওয়ালও। মাত্র ৮ ম্য়াচ খেলেই তালিকায় ২৬টি ছক্কা হাঁকিয়েছেন জয়সওয়াল। 

আগামী ৭ মার্চ থেকে শুরু ধর্মশালা টেস্ট। সেই ম্য়াচে রোহিত ছাড়াও আরও একজনের রেকর্ডের হাতছানি রয়েছেন। তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন। অনিল কুম্বলেকে টেক্কা দিয়ে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট সবচেয়ে বেশিবার নেওয়ার কৃতিত্ব গড়তে পারেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ স্পিনার। টেস্ট ক্রিকেটে ৩৫ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন কুম্বলে। অশ্বিনও তাঁর ৯৯ টেস্ট কেরিয়ারে মোট ৩৫ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছেন। এবার সেই সংখ্যাটা আরও একবার বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। ধর্মশালা টেস্ট অশ্বিনের কেরিয়ারের ১০০ তম টেস্টও হতে চলেছে। স্বভাবতই তামিল স্পিনারের কাছে বিশেষ মুহূর্ত এটি। ১৩ বছরের টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত মোট ৫০৭ উইকেট ঝুলিতে পুরেছেন ৩৬ বছরের এই স্পিনার। 

আরও পড়ুন: ইউটিউবে বিরাট দর্শনেই নিজেকে উদ্বুদ্ধ করেন ভারতের এই মহিলা ক্রিকেটার

আরও দেখুন