‘সেরা’ বাঘ দম্পতির ২ সন্তান এল আলিপুর চিড়িয়াখানা! বেঙ্গল সাফারিতে গেল পাইথন

অনেক অন্যতম পছন্দের জায়গা হল আলিপুর চিড়িয়াখানা। বাঘ, সিংহ, হাতি থেকে শুরু করে বিভিন্ন জন্তু এখানকার মূল আকর্ষণ। এবার সেই চিড়িয়াখানায় দর্শকদের আনন্দ আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে একজোড়া বাঘ। আলিপুর চিড়িয়াখানার নতুন এই দুই সদস্যকে মঙ্গলবার থেকে দর্শকদের সামনে আনা হয়েছে। 

আরও পড়ুনঃ চিড়িয়াখানায় দর্শকদের সুবিধার্থে চালু ব্যাটারি চালিত গাড়ি

জানা গিয়েছে, দার্জিলিংয়ের বেঙ্গল সাফারি পার্ক থেকে তরুণ এই দুটি বাঘ সোমবার আনা হয়েছে। এরমধ্যে রয়েছে একটি বাঘ ও একটি বাঘিনী। দুজনেরই বয়স ৩ বছরের কাছাকাছি। আগে থেকেই আলিপুর চিড়িয়াখানায় তিনটি পুরুষ বাঘ ছিল ও দুটি বাঘিনী ছিল।  এর ফলে সেখানে বাঘের সংখ্যাও বাড়ল। প্রসঙ্গত, আলিপুরে যে বাঘগুলি রয়েছে সেগুলির প্রজননের বয়স হয়ে গিয়েছে। এই অবস্থায় প্রজননের জন্য অনেকদিন ধরেই বাঘ নিয়ে আসতে চাইছিল। প্রথমে ঠিক হয়েছিল রাঁচি থেকে আনা হবে। তবে পরে বেঙ্গল সাফারি পার্ক থেকে বাঘ আনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। 

জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানায় যে বাঘ দুটি আনা হয়েছে, তারা হল বেঙ্গল সাফারির সেরা ব্যাঘ্র দম্পতি বিভান ও শীলার সন্তান। তাদের সাত সন্তানের মধ্যে দুজনকে সোমবার আলিপুর চিড়িয়াখানায় আনা হয়। তবে বেঙ্গল সাফারি থেকে যেমন বাঘ নিয়ে এসেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ তেমনি সেখানেও বেশ কিছু জীবজন্তু পাঠিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এর পরিবর্তে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে একটিই পাইথন, হরিণ ও গোসাপ। 

দুটি বাঘ বেঙ্গল সাফারি থেকে আনার জন্য সপ্তাহখানেক আগেই সেখানেই পৌঁছে গিয়েছিল আলিপুর চিড়িয়াখানার একটি দল। বিশেষ ব্যবস্থার মাধ্যমে শেষে বাঘ দুটিকে কলকাতায় আনা হয়। দীর্ঘ এই পথে ছিলেন পশু চিকিৎসক ও বিশেষজ্ঞদের দল। সঙ্গে ছিল ২ টি অ্যাম্বুলেন্স। জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে কলকাতায় বাঘ দুটিকে গ্রিন করিডর করে নিয়ে আসা হয়। আলিপুর চিড়িয়াখানায়  শুধু দুটি বাঘ নয়, আরও একটি বিরল জন্তু আনা হয়েছে তার নাম হল- মালয়ান টাপির । এই প্রাণীটিকে কিছুদিন আগেই উদ্ধার করা হয়েছিল জলপাইগুড়িতে। সবমিলিয়ে দর্শকদের আনন্দ বহুগুণে বেড়ে যাবে বলেই মনে করছে চিরিয়াখানা কর্তৃপক্ষ।