IIFL Finance Gold Loan Ban: ‘গোল্ড লোন’ দিতে পারবে না IIFL! RBI-র ব্যানের পর ধস শেয়ারে, হারাল ৪৫৫২ কোটি টাকা

‘গোল্ড লোন’ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নিষেধাজ্ঞার পরই শেয়ার বাজারে ধসে গেল আইআইএফএল ফিনান্স লিমিটেড। মঙ্গলবার ২০ শতাংশ পতন হল আইআইএফএল ফিনান্স লিমিটেডের শেয়ারের। ছুঁয়ে ফেলল ‘লোয়ার সার্কিট’। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে বিএসইতে আইআইএফএল ফিনান্স লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৭৮.৫ টাকা। যা সোমবার ৫৯৮.১ টাকা ছিল। অর্থাৎ স্রেফ মঙ্গলবারই ১১৯.৬ টাকা বা ২০ শতাংশ পতন হয়েছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনসিই) ১৯.৯৯ শতাংশ পতনের মুখে পড়েছে আইআইএফএল ফিনান্স লিমিটেড। প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৭৭.৭৫ টাকা। তার জেরে সংস্থার বাজারমূল্য একধাক্কায় ৪,৫৫২.৮৫ কোটি টাকা কমে ১৮,২৫৩.৯৭ কোটি টাকায় ঠেকেছে।

আইআইএফএল ফিনান্সের উপর কী নিষেধাজ্ঞা চাপিয়েছে আরবিআই?

‘নজরদারি সংক্রান্ত উদ্বেগের’ জন্য আইআইএফএল ফিনান্স লিমিটেডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে আরবিআই। সোমবার ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ১৯৩৪ সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইনের ৪৫ এল (১) (বিএ) ধারার আওতায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে আইআইএফএল ফিনান্স লিমিটেডকে নির্দেশ দিচ্ছে যে ওই সংস্থাকে অবিলম্বে ‘গোল্ড লোন’ দেওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ গ্রাহকরা আপাতত আইআইএফএল ফিনান্স লিমিটেড থেকে ‘গোল্ড লোন’ নিতে পারবেন না।

সেই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করে আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ৩১ মার্চের আর্থিক অবস্থার ভিত্তিতে আইআইএফএল ফিনান্স লিমিটেডকে ‘ইনস্পেকশন’ বা পরিদর্শনের মুখে পড়তে হয়েছিল। সেই পরিস্থিতিতে সংস্থার ‘গোল্ড লোন’-র ব্যবসার ক্ষেত্রে ‘নজরদারি সংক্রান্ত উদ্বেগ’ ধরা পড়েছে। সেজন্যই আইআইএফএল ফিনান্স লিমিটেডের ‘গোল্ড লোন’-র উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। তবে ইতিমধ্যে যে ‘গোল্ড লোন’ দেওয়া হয়েছে, সেগুলির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে আরবিআই।

আরও পড়ুন: RBI governor’s caution on loan: মনের সুখে ঋণ নিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না, ব্যাঙ্কগুলিকে সতর্ক করল RBI

কবে সেই নিষেধাজ্ঞা উঠবে? ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আইআইএফএল ফিনান্স লিমিটেডের ক্ষেত্রে একটি বিশেষ অডিট করবে আরবিআই। সেই অডিট রিপোর্টে যা যা তথ্য উঠে আসবে, সেইসব বিষয়গুলিকে সংশোধন করতে হবে ওই সংস্থাকে। আর সেই সংশোধনের কাজে যদি আরবিআই সন্তুষ্ট হয়, তবেই আইআইএফএল ফিনান্স লিমিটেডের উপর যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, তা তুলে নেওয়া হবে।

আরও পড়ুন: Paytm payment banks important points: বেতন ঢুকবে না? EMI কাটবে? ১৫ মার্চের পর Paytm Bank গ্রাহকদের কী হবে? রইল উত্তর

বিষয়টি নিয়ে আইআইএফএল ফিনান্সের তরফে জানানো হয়েছে, আরবিআইয়ের তরফে যে যে বিষয় সংশোধন করতে বলা হবে, তা দ্রুত সংশোধন করে নেওয়া হবে। যত দ্রুত সম্ভব ফের গ্রাহকদের ‘গোল্ড লোন’ দেওয়ার ছাড়পত্র মেলে, সেই চেষ্টা করা হবে বলে আইআইএফএল ফিনান্সের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: RBI’s direction on loan: ঋণ নিলে কোথায় কী চার্জ কাটবে? সব সহজভাবে জানাতে হবে, কড়া নির্দেশ দিল RBI