Calcutta High Court: আসল বাবার নাম বদলে সৎ বাবার নাম থাকুক বার্থ সার্টিফিকেটে, বড় রায় হাইকোর্টে

শিশুর জন্ম সংক্রান্ত শংসাপত্রে বড় বদলের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এক শিশুর মা সম্প্রতি কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল যাতে শিশু বার্থ সার্টিফিকেটে বাবার পদবি ব্যবহার না করে সৎ বাবার পদবি ব্যবহার করা যায়। আসলে আদালতে বলা হয়েছিল, প্রথম স্বামীর মাধ্য়মে ওই শিশুর জন্ম হয়েছিল। কিন্তু সেই দাম্পত্য সম্পর্ক পরে ভেঙে যায়। তিনি পরের স্বামীর হাত ধরে বেরিয়ে আসেন আগের স্বামীর কাছ থেকে। কিন্তু ওই মহিলার আগের পক্ষের স্বামী ছিল। আর সেই ব্যক্তিকেই বাবা হিসাবে চিনতে শেখে শিশু। কিন্তু শিশুর জন্ম সার্টিফিকেটে তার আসল বাবার পদবি ব্যবহার করা হয়েছিল। এনিয়ে সংশয় দূর করল কলকাতা হাইকোর্ট। লাইভ ল অনুসারে জানা গিয়েছে। 

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কলকাতা মিউনিসিপ্য়াল কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন যাতে ওই শিশুর জন্ম সংক্রান্ত শংসাপত্র পুনরায় ইস্যু করা যায়। বিচারপতি জানিয়েছেন, ব্যক্তিগত সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কারোর হাইপার টেকনিক্যাল হওয়ার দরকার নেই। পরিস্থিতির সঙ্গে ওই শিশু জন্ম সংক্রান্ত নথি সংশোধন করা দরকার। যদি প্রয়োজনীয় বদল করা হয় তবে আগামী দিনে ওই শিশু ও তার পরিবার আগামী দিনে অনেক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে পারেন। প্রতি নাগরিকের মর্যাদা ও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে। 

আসলে ওই আবেদনকারী মহিলা তাঁর শিশুর জন্ম সংক্রান্ত সার্টিফিকেট সংশোধন করতে চেয়েছিলেন। সেখানে তিনি বর্তমান স্বামীর নাম সংযুক্ত করতে চেয়েছিলেন। যাতে আগের বাবা  বর্তমান সৎ বাবার কোনও আপত্তি না থাকে সেটা নিশ্চিত করার জন্য তিনি আদালতের দ্বারস্থ হন। 

এদিকে প্রাথমিক পুরসভা বিষয়টি মানতে চায়নি। এরপরই তিনি আদালতে যান। আসলে পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল একবার বার্থ সার্টিফিকেটে শিশুর নাম ও তার বাবার নাম যুক্ত হয়ে গেলে সেই বাবার নাম বদল করা যায় না। 

আদালত জানতে পারে ওই শিশু বর্তমানে তার মা ও সৎ বাবার সঙ্গে থাকে। আর ওই শিশু তার সৎবাবাকে তার নিজের বাবা হিসাবে মেনে নিয়েছে। এবার বার্থ সার্টিফিকেটে তার বাবার নাম পরিবর্তনের জন্য আবেদন করেন ওই শিশুর মা। আর সেখানে মান্যতা দিল বিচারপতি অমৃতা সিনহা। এদিকে ওই শিশুকে সন্তান হিসাবে মেনে নিয়েছেন বর্তমান বাবা। সেক্ষেত্রে শিশুটিরও সেভাবে কোনও সমস্যা হচ্ছে না।