Humanoid Teacher IRIS: মানুষ নয়, রোবট নেবে ক্লাস! কেরালার এই স্কুল আনল ভারতের প্রথম হিউম্যানয়েড টিচার

মানুষ নয়, ক্লাস নেবে রোবট। এমনই এক অত্যাধুনিক ঘটনা ঘটেছে ভারতে। দেশের প্রথম হিউম্যানয়েড রোবট শিক্ষক আনল কেরলের তিরুবনন্তপুরমের একটি স্কুল। এই টিচার রোবটির নাম আইরিশ। এটিই হল ভারতের প্রথম রোবট শিক্ষক যার নাম আইরিশ (IRIS)।

বলতে গেলে এর মাধ্যমেই এক নতুন বিপ্লবের সূচনা হল শিক্ষা জগতে। আর মানুষ নয়, বরং রোবটই পড়াবে স্কুলে। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে তিরুবনন্তপুরমের কেটিসিটি হায়ার সেকেন্ডারি স্কুলে। কাদুভাইল থাঙ্গাল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগেই আইরিশকে (IRIS) আনা হয়েছে। অটল টিঙ্কারিং ল্যাব (এটিএল) প্রকল্পের একটি বিশেষ অংশ হল রোবট টিচার আইরিস। এটি ২০২১ সালের নীতি আয়োগের একটি উদ্যোগ যা স্কুলগুলিতে পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপ বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে।

আরও পড়ুন: এক বাটি দইয়েই জাদু! রোজ খাবার পাতে রাখলেই দেখতে পাবেন এই সব শারীরিক বদল

গত মাসেই সকলের সামনে আনা হয় আইরিশ(IRIS)-কে। ইনস্টাগ্রামে ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল সেই ভিডিও। বহুভাষী এই রোবট দেখে মুগ্ধ হয়েছিলেন সকলেই। যেকোনও বিষয়ের জটিল প্রশ্নের উত্তর দিতে পারে এই রোবট টিচার, তাড়াতাড়ি চলাচলের জন্য চাকাও লাগানো রয়েছে আইরিশের পায়ে।

আরও পড়ুন: করোনার পরে নতুন উদ্বেগের নাম জম্বি ডিয়ার ডিজিজ! কতটা বিপজ্জনক এই রোগ, কী হয় এতে

শাড়ি পরা এক সুন্দরী মহিলা রোবট হল এই শিক্ষিকা। ভিডিয়োয় খোপা বেঁধে শাড়ি পরে হাঁটাচলা করতে দেখা গিয়েছে তাকে। শুধু তাই নয় ছাত্রছাত্রীদের সঙ্গে হ্যান্ডশেকও করেছেন এই নতুন প্রযুক্তির টিচার। হাসিমুখেই তাকে আপ্যায়ন করছে ছাত্রছাত্রীরাও।  

ইন্সটাগ্রামে আইরিশের ভিডিও শেয়ার করে লেখা হয়েছে ‘ মেকারল্যাবস এডুটেক তার নতুন সৃষ্টি, আইআরআইএস – এআই শিক্ষক রোবটকে সকলের সামনে তুলে ধরতে পেরে গর্বিত, শিক্ষাজগতে নতুন ছাপ ফেলতে আমরা প্রস্তুত। আইআরআইএস (IRIS) আরও যুগান্তকারী সৃষ্টির আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন: মিষ্টি না খেলেও কেন বেড়ে যায় ব্লাড সুগার? কেন হয় এমন? কীভাবে সামলাবেন

এই উন্নয়ন কেরলের শিক্ষা জগতেএকটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে বলেই মনে করছেন অনেকে। তবে পড়ানোর ক্ষেত্রে মানুষকে কতোটা পাল্লা দিতে পারে এই হিউমানয়েড রোবট সেটাই দেখার বিষয়ে।