Headache Remedies: মাথার যন্ত্রণা হচ্ছে, দেদার পেন বাম লাগাচ্ছেন, কাজ হচ্ছে ?

<p><strong>কলকাতা: </strong><span style="font-weight: 400;">সারাদিন কাজের চাপ সামলে রাতে বাড়ি ফিরলে প্রচন্ড মাথা ব্যথা করে অনেকের। অনেকের আবার মাইগ্রেনের সমস্যাও রয়েছে। যা মাথা যন্ত্রণাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। মাথা ধরা, মাথার যন্ত্রণায় অনেকেই ব্যথা কমানোর মলম কপালে মালিশ করেন। এতে বেশ কিছুটা আরামও মেলে। কিন্তু সত্যিই কি মাথা ধরা থেকে রেহাই দিতে পারে পেন রিলিফ জেল ?</span></p>
<p><strong>কেন হয় মাথা ব্যথা ?</strong></p>
<p><span style="font-weight: 400;">ব্যথা কমানোর মলম উপকারী কি না বোঝার আগে জানা দরকার মাথা ব্যথা কী কী কারণে হতে পারে।&nbsp;</span></p>
<ul>
<li style="font-weight: 400;" aria-level="1"><strong>স্ট্রেস</strong><span style="font-weight: 400;"> থেকে মাথা ব্যথা হতে পারে। এটি ব্রেনের কোশের ক্ষতি করে যা মাথা ব্যথার বড় কারণ।</span></li>
<li style="font-weight: 400;" aria-level="1"><strong>হরমোনের ভারসাম্য</strong><span style="font-weight: 400;"> একটি বড় কারণ। মহিলাদের মধ্য়ে মাইগ্রেন এই কারণে বেশি দেখা যায়। হরমোনের ওঠানামার কারণে প্রায়ই এই সমস্যায় ভোগেন তারা।</span></li>
<li style="font-weight: 400;" aria-level="1"><strong>চোখের উপর চাপ</strong><span style="font-weight: 400;"> পড়লেই মাথা ব্যথা হতে পারে। দীর্ঘক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা এখন আমাদের অভ্যাস। এর জেরে মাথা ব্যথা হতে পারে।</span></li>
<li style="font-weight: 400;" aria-level="1"><strong>মাথাতে বেশ কিছু পেশি</strong><span style="font-weight: 400;"> রয়েছে। সেগুলিতে টান লাগলে মাথা ব্যথা করতে পারে।</span></li>
<li style="font-weight: 400;" aria-level="1"><strong>খাওয়াদাওয়ার কারণে</strong><span style="font-weight: 400;"> মাথা ব্যথা অস্বাভাবিক নয়। জল কম খেলে মস্তিষ্কের কোশগুলির কার্যক্ষমতা কমে যায়। কারণ মস্তিষ্কের অধিকাংশটাই তরল। অন্যদিকে ভাজাভুজি ও অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমাদের স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ বাড়িয়ে দেয়। যা ব্রেনের উপর চাপ ফেলে। মাথা ব্যথা বাড়ে।</span></li>
</ul>
<p><strong>ব্যথা কমানোর মলম কতটা উপকারী ?</strong></p>
<p><span style="font-weight: 400;">যেকোনও রোগের দুই রকম চিকিৎসা করা হয়। এক সরাসরি রোগটির চিকিৎসা। তাতেই একমাত্র রোগটি সেরে যায়। অন্যটি হল উপসর্গগুলির চিকিৎসা। তাতে রোগ না সারলেও ঠেকিয়ে রাখা যায়।</span></p>
<p><strong>প্লাসিবো এফেক্ট&nbsp; – </strong><span style="font-weight: 400;">মলম মাথায় লাগালে একটা ঠান্ডাভাব আসে। এই ঠান্ডাভাব ব্যথার অনুভূতিকে কমিয়ে দেয়। বিশেষজ্ঞরা একে প্লাসিবো এফেক্ট বলেন। এর অর্থ সত্যিকারের ওষুধের মতোই অভিনয় করছে আরেকটি ওষুধ। ব্যথা কিছুক্ষণের জন্য কমছে। কিন্তু ব্যথার কারণ থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।</span></p>
<p><strong>পেন রিসেপটর ব্লকিং – </strong><span style="font-weight: 400;">তবে ব্যথার অনুভূতির কমাতে কার্যকরী এই ধরনের মলম। কারণ এটি পেন রিসেপটর এনডিএমএ-কে ব্লক করে দেয়। ফলে স্নায়ু ব্যথার অনুভূতি তৈরি করতে পারে না।</span></p>
<p><span style="font-weight: 400;">ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।</span></p>
<p><a href="https://bengali.abplive.com/lifestyle/is-dry-ice-edible-know-uses-and-risks-1050964"><strong>আরও পড়ুন – Dry Ice: ড্রাই আইস খাওয়া যায় ? নিরাপদ ?</strong></a></p>