Lok Sabha polls 2024: ১৩ মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা, মন্ত্রিসভার বৈঠকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

আগামী ১৩ মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বুধবার এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভোটের দিনক্ষণ ঘোষণার আগে সব প্রকল্পের কাজে সেরে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি কোনও প্রকল্পের ঘোষণা থাকে তাও ১২ তারিখের মধ্যে করে ফেলতে নির্দেশ দিয়েছেন মমতা। 

বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেই বৈঠকে তিনি বলেন, আগামী ১৩ মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সে দিকে তাকিয়ে অবিলম্বে সমস্ত প্রকল্পের কাজ শেষ করে ফেলতে। যদি নতুন প্রকল্প সংক্রান্ত কোনও ঘোষণা থাকে তা-ও ১২ তারিখের মধ্যে করে ফেলার নির্দেশ দেন তিনি। 

প্রসঙ্গত, সোমবারই  রাজ্যে আসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রথম দিন তারা সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে। তাদের বিভিন্ন দাবিদাওয়ার কথা শোনে। দ্বিতীয় দফায় তারা বৈঠক করে রাজ্য প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে। 

আরও পড়ুন। ‘ধৈর্য ও সৌজন্যকে দূর্বলতা ভাববেন না’, ‘জনগর্জন’-এর প্রচারে ভিডিয়ো প্রকাশ মমতার

নিরাপত্তা প্রসঙ্গে পুলিশে কড়া বার্তা দেয় কমিশন। কোনও ঘটনার ক্ষেত্রে সঠিক সময় কোনও ব্যবস্থার নেওয়ার কথা বলে কমিশন। এই সমস্ত বৈঠকের পর শেষ দিন একটি সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। 

আধার কার্ড নিষ্ক্রিয় হওয়া নিয়েও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।  অনেকেই আশঙ্কা করছেন আধার কার্ড নিস্ক্রিয় হয়ে যাওয়ায় তাঁরা ভোট দিতে পারবেন কিনা। সেই আশঙ্কা কাটিয়ে কমিশন ১২ থেকে ১৩ নথির মধ্যে যে কোনও একটি নিয়ে ভোট কেন্দ্রে হাজির হলেই ভোট দেওয়া যাবে। 

আরও পড়ুন। পদত্যাগপত্রে ত্রুটি, গৃহীত হল না তাপস রায়ের ইস্তফা

কমিশন জানায় রাজ্যে নির্বাচনকে নিরাপদ ও নিচ্ছিদ্র করারই কমিশনের প্রধান লক্ষ্য। এ জন্য তারা একটি অ্যাপ চালু করছে। যে অ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ভোটাররা সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারবেবন। 

ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারা রাজ্যের বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করে দিয়েছে। আরও কেন্দ্রীয় বাহিনী আসবে বলে কমিশন সূত্রে খবর। তাই কিছুদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল প্রধানমন্ত্রী বারাসতে সভা শেষ হওয়ার পরই নির্বাচন ঘোষণা করা হবে। ইতিমধ্যে রাজ্যমন্ত্রী সভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আগামী ১৩ মার্চ নির্বাচনের দিন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের শাসকদলের দাবি ছিল এক দফা নির্বাচন হোক রাজ্যে। সেই মানে কি না কমিশন এখন সেটাই দেখার।