Mamata Banerjee on Abhijit Gangopadhyay: ‘সুবিধাবাদী!’ মন্ত্রিসভার বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রসঙ্গ, নয়া বিশেষণ মমতার

ভোটের আগে সব অঙ্ক কেমন যেন মিলে যাচ্ছে। বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পরে বিজেপিতে যাবেন বলে জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আবার তাপস রায়ও চলে গেলেন বিজেপিতে। 

এদিকে সূত্রের খবর মন্ত্রিসভার বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে নিয়ে মুখ খোলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রসঙ্গে বলতে গিয়ে তাঁকে সুবিধাবাদী বলে কটাক্ষ করেন। 

তবে মঙ্গলবার অবশ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্পর্কে বলতে দিয়ে সরাসরি তিনি কোনও কটূ কথা বলেননি। এমনকী অতীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার সময় তাঁদের মধ্য়ে সকলের সামনে কী কথা হয়েছিল সেটাও তুলে ধরেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। 

এদিকে এখন বলে নয়, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় দীর্ঘদিন ধরেই তৃণমূলের কাছে চক্ষূশূল। বিচারপতি থাকাকালীন তিনি বার বারই তৃণমূলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর রায়ের জেরে মারাত্মক সমস্যায় পড়েছিল শাসকদল। আর সেই বিচারপতি এবার পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবে  এবার রাজনৈতিক ক্ষেত্রেও তৃণমূলের বড় শত্রু হয়ে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে একের পর এক তির ছুঁড়ছেন তৃণমূল নেতৃত্ব। আর এবার সেই পরিপ্রেক্ষিতে নয়া বিশেষণ প্রয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে সুবিধাবাদী বলে উল্লেখ করেন। 

এবার দেখা যাক তৃণমূল সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় সম্পর্কে ঠিক কী মন্তব্য করেছিলেন? 

তিনি বলেছিলেন,  ‘তৃণমূল কংগ্রেস ভিতরে ভিতরে খোকলা হয়ে যাচ্ছে। ২০০৯ সালে সিপিএম যেখানে দাঁড়িয়ে ছিল, তৃণমূল সেই অবস্থায় পৌঁছে গিয়েছে। আর এক-দু’জন গ্রেফতার হলেই তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে।’ এরপর প্রাক্তন বিচারপতি দাবি করেন, ২০২৬ সাল পর্যন্ত বর্তমান রাজ্য সরকার টিকবে না।

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সম্পর্কে তিনি বলেছিলেন, ‘দুষ্কৃতীর বেশি কিছু মনে করি না’ তাঁর দাবি, ‘ওই নামটাকে আমি অপভাষা বলে মনে করি।’

লোকসভা ভোটে অভিষেক বনাম অভিজিতের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা ঘিরে ‘প্রাক্তন’ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘দাঁড়ালে দাঁড়াবেন। আমি কি ভয়ে পালিয়ে যাব? বিজেপি যদি আমায় তাঁর বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয়ে পালিয়ে যাব? আমি দেখিয়ে দেব, তাঁর দুর্বৃত্ত দলকে কীভাবে মোকাবিলা করতে হয়। তাঁর পরিষ্কার একটা দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে। তাঁদের মোকাবিলা করেই ডায়মন্ড হারবারে তাঁকে লাখ-লাখ ভোটে হারাব।’