SEE IN PICS Yashasvi Jaiswal joins Sunil Gavaskar in elite list during India vs England Dharamshala Test

ইংরেজ বোলারদের বিরুদ্ধে যেন বনভোজনের মেজাজে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠছেন যশস্বী। তাঁর ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি।

ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার টেস্টের প্রথম ইনিংসেও ৫৮ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন যশস্বী (India vs England)। সেই সঙ্গে ঢুকে পড়লেন অভিজাত এক তালিকায়। যেখানে কিংবদন্তি সুনীল গাওস্কর ছাড়া ভারতের আর কোনও ক্রিকেটার নেই।

ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার টেস্টের প্রথম ইনিংসেও ৫৮ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন যশস্বী (India vs England)। সেই সঙ্গে ঢুকে পড়লেন অভিজাত এক তালিকায়। যেখানে কিংবদন্তি সুনীল গাওস্কর ছাড়া ভারতের আর কোনও ক্রিকেটার নেই।

টেস্ট অভিষেকের পর থেকে স্বপ্নের ফর্মে যশস্বী। চলতি সিরিজে জোড়া ডাবল সেঞ্চুরি, তিনটি হাফসেঞ্চুরি। টেস্টে ১০০০ রানও পূর্ণ করে ফেলেছেন যশস্বী। পাশাপাশি চলতি টেস্ট সিরিজে সাতশো রান হয়ে গেল যশস্বীর। 

টেস্ট অভিষেকের পর থেকে স্বপ্নের ফর্মে যশস্বী। চলতি সিরিজে জোড়া ডাবল সেঞ্চুরি, তিনটি হাফসেঞ্চুরি। টেস্টে ১০০০ রানও পূর্ণ করে ফেলেছেন যশস্বী। পাশাপাশি চলতি টেস্ট সিরিজে সাতশো রান হয়ে গেল যশস্বীর। 

ভারতীয় ইনিংসের ১৫তম ওভার। শোয়েব বশিরের বলে বাউন্ডারি মারেন যশস্বী। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসাবে এক হাজার রান সম্পূর্ণ করেন যশস্বী। ১৬ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন যশস্বী।

ভারতীয় ইনিংসের ১৫তম ওভার। শোয়েব বশিরের বলে বাউন্ডারি মারেন যশস্বী। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসাবে এক হাজার রান সম্পূর্ণ করেন যশস্বী। ১৬ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন যশস্বী।

ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে দ্রুত এক হাজার রান করেছেন বিনোদ কাম্বলি। মাত্র ১৪ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন কাম্বলি। টেস্ট ম্যাচের সংখ্যা ধরলে, এক হাজার রান পূর্ণ করার মাহেন্দ্রক্ষণে সুনীল গাওস্কর ও চেতেশ্বর পূজারাকে পেরিয়ে গেলেন যশস্বী। কেরিয়ারের নবম টেস্ট ম্যাচে এক হাজার রান পূর্ণ করলেন তিনি। যেখানে গাওস্কর ও পূজারা, দুজনই কেরিয়ারের একাদশতম টেস্টে এক হাজার রান সম্পূর্ণ করেছিলেন।

ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে দ্রুত এক হাজার রান করেছেন বিনোদ কাম্বলি। মাত্র ১৪ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন কাম্বলি। টেস্ট ম্যাচের সংখ্যা ধরলে, এক হাজার রান পূর্ণ করার মাহেন্দ্রক্ষণে সুনীল গাওস্কর ও চেতেশ্বর পূজারাকে পেরিয়ে গেলেন যশস্বী। কেরিয়ারের নবম টেস্ট ম্যাচে এক হাজার রান পূর্ণ করলেন তিনি। যেখানে গাওস্কর ও পূজারা, দুজনই কেরিয়ারের একাদশতম টেস্টে এক হাজার রান সম্পূর্ণ করেছিলেন।

ম্যাচের সংখ্যার নিরিখে ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসাবে এক হাজার রান পূর্ণ করলেন যশস্বীই। সব মিলিয়ে এভার্টন উইকস, হার্বার্ট সাটক্লিফ ও জর্জ হেডলির সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম হিসাবে টেস্টে এক হাজার রান পূর্ণ হল যশস্বীর। মাত্র সাত টেস্টে এক হাজার রান পূর্ণ করে ডন ব্র্যাডম্যান রয়েছে এই তালিকার শীর্ষে।

ম্যাচের সংখ্যার নিরিখে ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসাবে এক হাজার রান পূর্ণ করলেন যশস্বীই। সব মিলিয়ে এভার্টন উইকস, হার্বার্ট সাটক্লিফ ও জর্জ হেডলির সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম হিসাবে টেস্টে এক হাজার রান পূর্ণ হল যশস্বীর। মাত্র সাত টেস্টে এক হাজার রান পূর্ণ করে ডন ব্র্যাডম্যান রয়েছে এই তালিকার শীর্ষে।

কয়েক ওভার পরে শোয়েব বশিরকে জোড়া বাউন্ডারি মেরে আরও একটি রেকর্ড গড়েন যশস্বী। চলতি টেস্ট সিরিজে সাতশো রান হয়ে গেল তাঁর। সুনীল গাওস্কর ছাড়া যে নজির ভারতীয় ক্রিকেটারদের আর কারও নেই।

কয়েক ওভার পরে শোয়েব বশিরকে জোড়া বাউন্ডারি মেরে আরও একটি রেকর্ড গড়েন যশস্বী। চলতি টেস্ট সিরিজে সাতশো রান হয়ে গেল তাঁর। সুনীল গাওস্কর ছাড়া যে নজির ভারতীয় ক্রিকেটারদের আর কারও নেই।

১৯৭১ সালে অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৭৭৪ রান করেছিলেন গাওস্কর। সেটাই কোনও একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রান। ১৯৭৮-৭৯ সালে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ৭৩২ রান করেছিলেন গাওস্কর। তার ৪৫ বছর পর ফের কোনও ভারতীয় একটিমাত্র টেস্ট সিরিজে সাতশোর বেশি রান করলেন। সব মিলিয়ে ৯ ইনিংসে ৭১২ রান হয়ে গেল যশস্বীর। চলতি সিরিজে আরও একটি ইনিংস পাবেন যশস্বী। সেই ইনিংসে ৬৩ রান করলে গাওস্করের কীর্তি ভেঙে দেবেন তিনি।

১৯৭১ সালে অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৭৭৪ রান করেছিলেন গাওস্কর। সেটাই কোনও একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রান। ১৯৭৮-৭৯ সালে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ৭৩২ রান করেছিলেন গাওস্কর। তার ৪৫ বছর পর ফের কোনও ভারতীয় একটিমাত্র টেস্ট সিরিজে সাতশোর বেশি রান করলেন। সব মিলিয়ে ৯ ইনিংসে ৭১২ রান হয়ে গেল যশস্বীর। চলতি সিরিজে আরও একটি ইনিংস পাবেন যশস্বী। সেই ইনিংসে ৬৩ রান করলে গাওস্করের কীর্তি ভেঙে দেবেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে কোনও একটি টেস্ট সিরিজে এত রান কেউ করেননি। বিরাট কোহলিকে পেরিয়ে গিয়েছেন যশস্বী। ২০১৬ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬৫৫ রান করেছিলেন কোহলি। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন যশস্বী।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে কোনও একটি টেস্ট সিরিজে এত রান কেউ করেননি। বিরাট কোহলিকে পেরিয়ে গিয়েছেন যশস্বী। ২০১৬ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬৫৫ রান করেছিলেন কোহলি। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন যশস্বী।

২২ বছর ৭০ দিনের মাথায়, চতুর্থ কনিষ্ঠতম ভারতীয় হিসাবে টেস্টে এক হাজার রান পূর্ণ করলেন যশস্বী। কনিষ্ঠতম ভারতীয় হিসাবে এক হাজার রান করেন সচিন তেন্ডুলকর (১৯ বছর ২১৭ দিনের মাথায়)। তারপর রয়েছেন কপিল দেব (২১ বছর ২৭ দিন) ও রবি শাস্ত্রী (২১ বছর ১৯৭ দিন)। ছবি - পিটিআই

২২ বছর ৭০ দিনের মাথায়, চতুর্থ কনিষ্ঠতম ভারতীয় হিসাবে টেস্টে এক হাজার রান পূর্ণ করলেন যশস্বী। কনিষ্ঠতম ভারতীয় হিসাবে এক হাজার রান করেন সচিন তেন্ডুলকর (১৯ বছর ২১৭ দিনের মাথায়)। তারপর রয়েছেন কপিল দেব (২১ বছর ২৭ দিন) ও রবি শাস্ত্রী (২১ বছর ১৯৭ দিন)। ছবি – পিটিআই

Published at : 07 Mar 2024 08:06 PM (IST)

আরও জানুন খেলা

আরও দেখুন