Special Local Trains for Maha Shivratri: শিবরাত্রিতে তারকেশ্বরে যেতে ৪ স্পেশাল লোকাল ট্রেন চালাবে রেল, রইল টাইমটেবিল

মহাশিবরাত্রির জন্য হাওড়া-তারকেশ্বর লাইনে চার জোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে তারকেশ্বরে ‘শিবরাত্রি মেলা’-র জন্য শুক্রবার এবং শনিবার দুটি করে স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। অর্থাৎ শুক্রবার (৮ মার্চ) দুটি স্পেশাল লোকাল ট্রেন চলবে। আর শনিবার (৯ মার্চ) দুটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। যাত্রাপথের প্রতিটি স্টেশনেই ওই চারটি স্পেশাল ট্রেন দাঁড়াবে। হাওড়া এবং তারকেশ্বর থেকে কখন ওই স্পেশাল ট্রেনগুলি ছাড়বে এবং কখন গন্তব্যে পৌঁছাবে, তা দেখে নিন।

হাওড়া-তারকেশ্বর স্পেশাল লোকাল ট্রেনের টাইমটেবিল

১) হাওড়া-তারকেশ্বর লোকাল ট্রেন: দুপুর ২ টো ৪৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে ছাড়বে সেই স্পেশাল ট্রেন। দুপুর ৩ টে ২২ মিনিটে শেওড়াফুলি জংশনে পৌঁছাবে। দু’মিনিটের স্টপেজ দেওয়া যাবে। আর বিকেল ৪ টে ১৪ মিনিটে তারকেশ্বর পৌঁছাবে।

২) তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেন: বিকেল ৪ টে ৪০ মিনিটে তারকেশ্বর স্টেশন থেকে সেই স্পেশাল ট্রেন ছাড়বে। বিকেল ৫ টা ২৮ মিনিটে পৌঁছাবে শেওড়াফুলি স্টেশনে। বিকেল ৫ টা ৩০ মিনিটে শেওড়াফুলি স্টেশন থেকে ছাড়বে। সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছে যাবে।

আরও পড়ুন: Driverless Metro Train: প্রথম চালকবিহীন মেট্রো পাচ্ছে দেশের ‘গার্ডেন সিটি’!বাকি ৩৭ টেস্ট ঘিরে বেঙ্গালুরুতে চলছে তোড়জোড়

তবে শুধু মহাশিবরাত্রির জন্য নয়, দোলের জন্যও স্পেশাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-রক্সৌল হোলি স্পেশাল ট্রেন এবং হাওড়া-বেনারস হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ট্রেনগুলি পূর্ব রেলের আওতায় থাকা ব্যান্ডেল, বর্ধমান জংশন, খনা জংশন, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডির মতো স্টেশনে দাঁড়াবে। কবে এবং কখন সেই স্পেশাল ট্রেন চালানো হবে, সেটার তালিকা দেখে নিন।

১) ০৩০৪৩ হাওড়া-রক্সৌল হোলি স্পেশাল ট্রেন: আগামী ২৩ মার্চ (শনিবার) রাত ১১ টায় হাওড়া থেকে ট্রেন ছাড়বে। আর পরদন দুপুর ২ টো ১৫ মিনিটে রক্সৌলে পৌঁছাবে। 

২) ০৩০৪৪ রক্সৌল-হাওড়া হোলি স্পেশাল ট্রেন: আগামী ২৪ মার্চ (রবিবার) বিকেল ৪ টে ৫৫ মিনিটে রক্সৌল থেকে ছাড়বে। পরদিন সকালে ৮ টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। 

আরও পড়ুন: Maha Shivaratri 2024: এই শহর ভোলেনাথকে তাদের জামাই বলে মনে করে, এখানে রাবণও আসতেন শিবের উপাসনা করতে

৩) হাওড়া-বেনারস হোলি স্পেশাল ট্রেন: ২৩ মার্চ সকাল ৮ টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। সেদিন রাত ৯ টা ৪৫ মিনিটে পৌঁছাবে বেনারস স্টেশনে। 

৪) বেনারস-হাওড়া হোলি স্পেশাল ট্রেন: আর সেদিনই রাত ১১ টা ৫ মিনিটে বেনারস স্টেশন থেকে ছাড়বে। আর পরদিন দুপুর ১২ টা ২০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে বেনারস-হাওড়া হোলি স্পেশাল ট্রেন।

আরও পড়ুন: Maha Shivaratri 2024: মহাশিবরাত্রিতে কীভাবে করবেন উপবাস? কী কী খাবেন, মানতে হবে কী কী নিয়ম