নারী দিবসের আগে TMCর মিছিলে হাঁটলেন বধূ নির্যাতনে অভিযুক্ত BJP বিধায়ক

তাপস রায়ের বিজেপিতে যোগদানের পরদিনই পালটা ধাক্কা দিল তৃণমূল। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে দেখা গেল কলকাতায় তৃণমূলের মিছিলে। বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূলের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক পিছনে হাঁটতে দেখা যায় মুকুটমণিকে। লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটের আশায় ছিলেন মুকুটমণি। কিন্তু এবার শিকে ছেড়েনি তাঁর। এমনকী তাঁর বিরুদ্ধে রয়েছে বধূ নির্যাতনের মতো গুরুতর অভিযোগ।

আরও পড়ুন: জনগর্জন সভার প্রস্তুতি মিটিংয়ে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্য়ে মারপিট, বিরক্ত অভিষেক

তৃণমূল ত্যাগের পর বুধবারই বিজেপিতে যোগদান করেন উত্তর কলকাতার বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায়। তার আগে বিধায়ক পদে ইস্তফা দেন তিনি। তবে সেই ইস্তফা পদ্ধতিগত কারণে এখনও গৃহীত হয়নি। তাপস রায়ের বিজেপিতে যোগদানের ২৪ ঘণ্টা পার হতে না হতেই বিজেপির এক বিধায়ককে দেখা গেল তৃণমূলের মিছিলে। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার কলকাতায় মিছিলের আয়োজন করেছিল তৃণমূল। নারীদের সম্মান জানাতে এই মিছিলে দেখা যায় বধূ নির্যাতনে অভিযুক্ত বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে। গোটা রাস্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক পিছনে হাঁটেন তিনি। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন:সভা থেকে ফেরার পথে নন্দীগ্রামে TMC কর্মীদের ওপর হামলা, কাঠগড়ায় BJP

গত বছর মে মাসে স্বস্তিকা ভুবনেশ্বরী নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুকুটমণি। বিয়ের ১১ দিনের মাথায় গত ৭ জুন কলকাতার তিলজলা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। স্বস্তিকার দাবি, ‘গত ২৮ মে তাঁদের রেজিস্ট্রি বিয়ে হয়। এর পর তাঁকে স্ত্রী বলে পরিচয় দিতে ১ কোটি টাকা দাবি করেন মুকুটমণি। টাকা না দিলে ডিভোর্স দিতে হবে বলেও দাবি করেন তিনি।’ এই মর্মে মুকুটমণি ছাড়াও তাঁর বাবা ভূপাল অধিকারী ও ভাই অনুপম অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। অভিযোগ দায়ের হতেই আগাম জামিনের জন্য আদালতে ছোটাছুটি শুরু করেন বিজেপি বিধায়ক। জানান, আগাম জামিন পেলে এব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করবেন তিনি।