Report Says 50 Percent Women Giving Importance Own Health

কলকাতা: সংসার সামলে আর নিজের খেয়াল রাখা হয় না। বাড়ির মহিলা সদস্যদের মধ্যে একটা সময় এই প্রবণতা ছিল তুঙ্গে। এর জেরেই একটা বয়সের পর নানা রোগজ্বরজারি বেড়ে যেত। মহিলাদের মধ্যে কম বয়সে মৃত্যুর হারও ছিল বেশি। তবে সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে চিন্তাধারা। সংসারের সবার খেয়াল রাখা মানে যে নিজেরও খেয়াল রাখা – সেই সচেতনতা বাড়ছে। আর এর জেরেই বাড়ছে স্বাস্থ্যপরীক্ষার প্রবণতা। সম্প্রতি একটি রিপোর্টে তেমনটাই জানা গেল। 

কী বলছে রিপোর্ট ?

সম্প্রতি রেডক্লিফ ল্যাবের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, প্রায় ৫০ শতাংশ মহিলা নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখতে শুরু করেছেন। গত তিন বছর ধরে উঠতির দিকে এই পরিসংখ্যান। গোটা ভারতজুড়েই পরিষেবা রয়েছে এই ল্যাবটির। তাদের সংগৃহীত তথ্যের ভিত্তিতেই এই রিপোর্টটি প্রকাশিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের (International Women’s Day) ঠিক আগেই প্রকাশিত হয়েছে এই বিশেষ রিপোর্টটি।

কতটা বেড়েছে মহিলাদের সচেতনতা ?

পরিসংখ্যান জানাচ্ছে, ২০২১ সালে মহিলাদের মধ্য়ে ৪০ শতাংশ নিজেদের স্বাস্থ্যের বিষয়ে সচেতন ছিলেন। সেইমতো নানা স্বাস্থ্যপরীক্ষা (Women’s Day Health Update) করাতেন। ২০২২ সালে এই হার বেড়ে দাঁড়ায় ৪৫ শতাংশে। এর পর গত বছর অর্থাৎ ২০২৩ সালে ৪৮ শতাংশ মহিলা স্বাস্থ্যপরীক্ষা করিয়েছেন। কতজন মহিলাদের থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই দাবি ? সংস্থা জানাচ্ছে, কমবেশি ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ মহিলাদের স্বাস্থ্যের তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট প্রকাশ করা হয়। 

দেশের কোন কোন অংশে বেড়েছে সচেতনতা ?

রিপোর্টে দেশের বেশ কয়েকটি শহর ও এলাকার নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, পুনে, মুম্বই ও হায়দ্রাবাদ। এই অঞ্চলের মহিলাদের মধ্যে একদিকে যেমন স্বাস্থ্য পরীক্ষা (Women’s Health Test) করানোর হার বেড়েছে। তেমনই অন্যদিকে প্রিভেনটিভ কেয়ার অর্থাৎ প্রতিরোধমূলক চিকিৎসায় থাকার প্রবণতা বেড়েছে। রোগের বাড়বাড়ন্ত আটকাতে, সুস্থ জীবন পেতেই এই সিদ্ধান্তের দিকে ঝুঁকছেন অনেকে। 

মূলত কোন কোন পরীক্ষা ?

কয়েকটি নির্দিষ্ট স্বাস্থ্য়পরীক্ষার হার মহিলাদের মধ্যে বেড়েছে। তালিকায় রয়েছে HbA1C টেস্ট। এটি ডায়াবেটিস থাকলে করাতে হয়। এর পর রয়েছে হিমোগ্রাম টেস্ট, রিউমাটয়েড ফ্যাক্টর কোয়ানটিটি টেস্ট, থাইরয়েড টেস্ট।

আরও পড়ুন – Women’s Day 2024 Quotes: নারী দিবসের প্রাক্কালে স্মরণীয়, নারীদের অধিকার নিয়ে যা বলেছিলেন দেশবিদেশের ৬ নারী

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন