পথ কুকুরকে পিটিয়ে খুনের অভিযোগ, প্রতিবাদে পথে নেমে গ্রেফতার ৩

প্রকাশ্য দিবালোকে পথ কুকুরকে লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন কৃষ্ণনগরের বাসিন্দারা। শুক্রবার দুপুরে অতনু দাস নামের অভিযুক্তের গ্রেফতারি দাবিতে কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্র কালেক্টারির মোড়ে রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলে। পরে পুলিশের অশ্বাসে অবরোধ উঠে যায়। রবিবার সকালে কৃষ্ণনগর পৌরসভার চাষাপাড়া এলাকার প্রকাশ্য দিবালোকে রাস্তার পাশে শুয়ে থাকা একটি পথ কুকুরকে লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে ওই এলাকার বাসিন্দা অতনু দাস ওরফে রানার বিরুদ্ধে। ঘটনাটি সিসিটিভি ফুটেজ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। নিন্দার ঝড় ওঠে সমাজ মাধ্যমে। পাশাপাশি অভিযুক্ত অতনু দাসের গ্রেফতারির দাবি জানিয়ে পথে নেমে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। অতনু দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় কোতোয়ালি থানায়। অভিযোগ এদিন অবরোধ তুলতে ৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: সম্পর্কের গভীরতা কতটা? পার্থ-অর্পিতাকে নিয়ে বড় প্রশ্ন উঠল আদালতে

পুলিশ সূত্রে জানা গেছে, অতনু দাস (রানা) নামের ওই ব্যক্তি এলাকায় পশুপ্রেমী হিসেবে পরিচিত। পাশাপাশি ওই ব্যক্তি শহরের বিভিন্ন এলাকায় অসুস্থ কুকুরদের চিকিৎসা করত বলে জানা গিয়েছে। কিন্তু তাঁর এই অমানবিক আচরণে স্বাভাবিকভাবে অবাক হয়েছেন এলাকাবাসীরা।

যদিও অতনুর পরিচিতরা বলছেন, পথ কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। অতনু তার চিকিৎসা করার চেষ্টা করলে, কুকুরটি তাকে কামড়ানোর চেষ্টা চালায়, সেই সময় নিজেকে বাঁচাতে অতনু কুকুরটিকে পিটিয়ে মারে।

আরও পড়ুন: ‘সব মিথ্যে, আল্লাহ আছেন, বিচার হবেই’, প্রথমবার মুখ খুললেন ‘নেংটি ইঁদুর’ শাহজাহান

অভিযোগের পরেও কেন অতনু দাসকে কেন গ্রেফতার করা হলো না মূলত সেই দাবিতেই শুক্রবার দুপুরে কালেক্টারি মোড় এলাকায় রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন শহরের পশুপ্রেমী ও এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায় পুলিশ। কিন্তু পুলিশের কথায় কাজ না হলে ৩ জন বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই প্রসঙ্গে বিক্ষোভকারী নিশা বিশ্বাস জানান, এটি একটি খুনের ঘটনা, মৃত কুকুরটি রেবিস আক্রান্ত ছিল বলে যে দাবি করা হচ্ছে তার সম্পূর্ণভাবে ভিত্তিহীন। সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। আমরা অবিলম্বে অপরাধীর গ্রেফতার চাই। পুলিশ অপরাধীকে গ্রেফতার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।