Shubman Gill | Dharamsala Test: ছেলের সেঞ্চুরিতে আলোয় বাবা! কৃষকের ভাইরাল ছবি দেখুন একবার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধরমশলা টেস্টের প্রথম দিনেই দেখা যায় ইংল্য়ান্ডের চরম ব্য়াটিং বিপর্যয়। কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনদের ঘূর্ণিতে পাহাড়ে নিখোঁজ হয়ে যায় বেন স্টোকসের বাহিনী। চা-বিরতির আধ ঘণ্টার মধ্য়েই, মাত্র ২১৮ রানে অলআউট হয়ে যায় বাজবল ক্রিকেটের আবিষ্কারকরা! দিনের শেষে ভারতের স্কোর ছিল ১৩৫/১। রোহিত ৫২ রানে ব্য়াট করছিলেন। শুভমনের স্কোর ছিল ২৬ রান। পাহাড়ের দ্বিতীয় দিনের সকাল দেখে রোহিত শর্মা ও শুভমন গিলের (Rohit Sharma-Shubman Gill) ‘ডাবল ধামাকা’। দু’জনেই সেঞ্চুরি করে আউট হন। শুভমন পেয়েছেন লাল বলের ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’ ১৫০ বলে ১১০ করে ফেরেন। অসাধারণ ইনিংস সাজান ১২টি চার ও ৫টি ছয়ে। 

আরও পড়ুন: Rohit Sharma | Dharamsala Test: যদি পাহাড়ে লেখো নাম! রোহিত রাজত্বে রেকর্ডের দর্পচূর্ণ, নজিরের পর নজির…

শুভমনের ব্য়াটিং দেখতে মাঠে ছিলেন তাঁর বাবা লখবিন্দর সিং। ছেলেকে সমর্থন জানাতে তিনি হাজির হয়ে যান মাঠে। স্ট্য়ান্ডে বাবার উপস্থিতি শুভমনের কাছে আনন্দের। চাপের নয় কখনই। এদিন শুভমনের সেঞ্চুরিতে ফের আলোচনায় তাঁর বাবা। যিনি একসময়ে কৃষক হিসেবে কাজ করেছেন। এখন তিনি কৃষিবিদ। শুভমনের ক্রিকেট কেরিয়ার গড়ে দেওয়ার নেপথ্য়ের মানুষ তাঁর বাবাই। ছেলেকে ভালো ক্রিকেট প্রশিক্ষণ দেওয়ার জন্য় বদলে ছিলেন বাড়ির ঠিকানাও। এদিন শুভমন সেঞ্চুরি করার পরেই লখবিন্দর আনন্দে লাফিয়ে ওঠেন। তাঁর মুষ্টিবদ্ধ দু’হাত বুঝিয়ে দেয় যে, ছেলের কৃতিত্বে কত খুশি হয়েছেন তিনি। মাঠে সেঞ্চুরি করে আলোচনায় ছেলে, অন্যদিকে স্ট্য়ান্ডে উদপাযন করে ভাইরাল বাবা। 

ইংল্য়ান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে এই নিয়ে শুভমনের দ্বিতীয় সেঞ্চুরি। বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটর প্রিন্স। যদিও সেই সেঞ্চুরি ছিল তাঁর কাছে ছিল স্বস্তির। কারণ টানা ব্যর্থতায় প্রশ্ন উঠছিল শুভমনের দলে থাকা নিয়ে। টিম ম্য়ানেজমেন্টের আস্থার দাম দিয়ে শুভমন ফের একবার প্রমাণ করেছেন নিজেকে। কেরিয়ারের ১১ তম আন্তর্জাতিক সেঞ্চুরির পর শুভমন কার্যত দলে নিজের জায়গাটা পাকা করে নিলেন। তাঁর পায়ের তলা থেকে আর মাটি সরার জায়গাটা থাকল না। মাটি মজবুত হল অনেকটাই।

আরও পড়ুন: Rohit Sharma-Shubman Gill: রোহিত-শুভমনের ‘ডাবল ধামাকা’য় মজার সব ফিল্মি মিম

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)