হামলার স্বীকার মেয়র মহিউদ্দিন 

পটুয়াখালী শহ‌রের পুরানবাজার এলাকায় হামলার শিকার হ‌লেন পৌর মেয়র ম‌হিউ‌দ্দিন আহ‌মেদ। এ সময় মেয়‌র ম‌হিউ‌দ্দি‌নের সা‌থে থাকা যুবলীগ সভাপ‌তি শ‌হিদুল ইসলাম, কর্মী রিয়াজ, রা‌সেল ও সুমনও আহত হয়ে‌ছে। তা‌দের‌কে পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আজ রাত আনুমানিক ৯ টার দি‌কে শহ‌রের পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। প্রত্যক্ষদর্শী অনেকের অভিযোগ টাকা দিয়ে ভোট কিনতে আসায় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মহিউদ্দিন ও তার বাহিনী পুরান বাজার এসে ব্যবসায়ীদের (৫০০/১০০০) টাকা দেয়ার চেষ্টা করেন এবং আগামীকাল মহিউদ্দিনের জগ মার্কায় ভোট দেয়ার কথা বলেন। এসময় পুরান বাজারের ব্যবসায়ীরা টাকা নিতে অস্বীকার করলে মহিউদ্দিন ও তার বাহিনী ব্যবসায়ীদের উপর হামলা চালান এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেন বলে অভিযোগ  প্রত্যক্ষদর্শীদের।

তারা আরও অভিযোগ করেন, মহিউদ্দিনের ক্যাডার বাহিনী তাদের উপর হামলা চালালে মহিউদ্দিন বাহিনীর উপরে পাল্টা হামলা চালান স্থানীয়রা এবং ব্যবসায়ীরা। 

মহিউদ্দিন আহমেদ এর বিপরীত মেয়র প্রার্থী সাবেক মেয়র ডাঃ শফিকুল ইসলামের বাসা পুরাতন বাজারে৷ ঘটনার সাথে সাথেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। 

তবে টাকার দেয়ার অভিযোগকে মিথ্যা বলেছেন মহিউদ্দিন আহমেদ। এই ঘটনার কিছুক্ষণ পরেই তার বাসভবনে গিয়ে ফেজবুক লাইভে এসে একটি বিবৃতি প্রকাশ করেন। তিনি লাইভে এসে বলেন, আমি আমার কর্মীদের নিয়ে পুরান বাজার দিয়ে যাচ্ছিলাম তখন আমার উপরে সন্ত্রাসীরা হামলা চালান। আমি শারীরিকভাবে সুস্থ আছি। আগামীকাল জনগন ভোটের মাধ্যমে তাদের রায় দেবেন। 

এ বিষয়ে মেয়র প্রার্থী ডাঃ মোঃ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে। আমি তারপর থেকেই আমার বাসায় অবস্থান করছি। মহিউদ্দিন আহমেদ ও তার বাহিনী আইন অমান্য করে পুরান বাজারে মোটরসাইকেলের শোডাউন নিয়ে এসে ‘জগ’ ‘জগ’ বলে চিৎকার করে৷ এবং ব্যবসায়ীদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন। সেই চেষ্টায় ব্যর্থ হলে মহিউদ্দিন আহমেদ এর বাহিনী অতর্কিত হামলা চালায়। প্রশাসন রয়েছে তারা তদন্ত করুক এবং ব্যবস্থা গ্রহণ করুক এটাই আমার দাবী। 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম, পিপিএম) সাংবাদিকদের জানান, আমরা ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমরা তদন্ত করে দেখছি যদি টাকা দিয়ে ভোট কেনার বিষয়টি সত্য প্রমানিত হয় তবে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (৯ মার্চ) পটুয়াখালী পৌরসভা নির্বাচন। নির্বাচনী নিয়মানুযায়ী গতকাল শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা।



বাঁধন/সিইচা/সাএ