IND vs ENG: দুরন্ত অভিষেকের পরও একাদশে সুযোগ পাননি ধর্মশালায়, মাঠের বাইরে থেকেই মন জিতলেন আকাশ দীপ

<p style="text-align: justify;"><strong>ধর্মশালা:</strong> রাঁচি টেস্টে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে জাতীয় দলে অভিষেক হয়েছিল। প্রথম স্পেলেই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। দুর্দান্ত শুরু। যদিও বুমরা ও সিরাজ থাকায় ধর্মশালা টেস্টে একাদশে সুযোগ মেলনি। কিন্তু নজর কেড়েছেন প্রথম ম্য়াচেই। ধর্মশালা টেস্টে এবার মাঠের বাইরে থেকেও মন জিতে নিলেন এই তরুণ পেসার। খেলার মাঝেই রাখলেন গ্যালারিতে থাকা এক সমর্থের আবদারও। ঠিক কী হয়েছিল?</p>
<p style="text-align: justify;">ধর্মশালা টেস্টে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a> ব্যাটিং করছিল। প্রথম দিনের খেলার সময় বাউন্ডারি লাইন ধরে জলের বোতল নিয়ে হাঁটছিলেন আকাশ দীপ। সেই সময়ই গ্য়ালারিতে থাকা এক সমর্থক চিৎকার করে বলেন যে একটি জলের বোতল যেন তাঁর দিকে ছুড়ে দেওয়া হয়। আকাশ কথা রাখেন সেই সমর্থকের। বাউন্ডারি লাইন থেকেই ছুড়ে দেন একটি জলের বোতল। সঙ্গে সঙ্গে গোটা গ্যালারি চিৎকার করে ওঠেন আকাশ দীপের নামে।&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560">
<p dir="ltr" lang="en">Akashdeep what a guy! Loved it.<a href="https://twitter.com/hashtag/INDvENG?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#INDvENG</a> <a href="https://twitter.com/hashtag/Dharamsala?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dharamsala</a> <a href="https://t.co/LUKnw4U8Zi">pic.twitter.com/LUKnw4U8Zi</a></p>
&mdash; YaGunnersYa (@piyushnathani1) <a href="https://twitter.com/piyushnathani1/status/1765625824898908617?ref_src=twsrc%5Etfw">March 7, 2024</a></blockquote>
<p style="text-align: justify;">
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p style="text-align: justify;">রাঁচি টেস্টে প্রথম স্পেলে সিরাজের সঙ্গে বোলিং করেছিলেন আকাশ। ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটার বেন ডাকেট, জ্যাক ক্রলি ও ওলি পোপকে তিনিই ফিরিয়ে দেন।</p>