PM Modi Siliguri meeting: শিলিগুড়িতে মোদীর সভার সময়সূচিতে বদল, কারণটা কী?

শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভার সময় পরিবর্তন হল। তাঁর পূর্বনির্ধারিত সময়ের আগে প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদী শহরে পা রাখবেন। ফলে এগিয়ে আনা হল কর্মসূচিও। আগে ঠিক ছিল বিকাল পাঁচটায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি জনসভায় বক্তব্য রাখবেন। কিন্তু পরির্বতিত সময়সূচি অনুযায়ী তিনি তিনটে নাগাদ মঞ্চে পৌঁছে যাবেন এবং সরকারি অনুষ্ঠানে যোগদানের পর সভায় বক্তব্য রাখবেন।

জানা গিয়েছে, অসমে একটি সরকারি অনুষ্ঠান বাতিল হওয়ার জন্য তাঁর কর্মসূচি এগিয়ে আনা হয়েছে। শনিবার শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন এবং তারপর জনসভায় যোগ দেবেন।

আরও পড়ুন। বিদ্রোহে ইতি, শিলিগুড়িতে মোদীর সভায় থাকবেন বারলা, থাকতে পারেন অভিজিৎ গাঙ্গুলিও

এই সভাকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতাও তুঙ্গে। সরকারি অনুষ্ঠান ও জনসভার জন্য দুটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। নতুন কর্মসূচি অনুযায়ী। প্রধানমন্ত্রী বিকাল বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে সড়ক পথে তিনটে নাগাদ তিনি সভাস্থলে পৌঁছবেন। সেখানে প্রথমে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে পরে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের কথাও ঘোষণা করবেন প্রধানমন্ত্রী মোদী। সভা সেরে তিনি বাগডোগরার বিমানবন্দরে পৌঁছবেন।

প্রধানমন্ত্রীর এই পরিবর্তিত কর্মসূচির কথা জানিয়ে শুক্রবার সভাস্থলে একটি সাংবাদিক বৈঠক করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক দীপক বর্মন-সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংসদ বলেন, ‘প্রধানমন্ত্রী সময়সূচি এগিয়ে আনা হয়েছে। বিকাল সাড়ে তিনটে নাগাদ তিনি সভাস্থলে পৌঁছবেন। দুপুর দু’টোর মধ্যে সমস্ত দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে সভাস্থলে পৌঁছাতে আবেদন করা হয়েছে। নিরাপত্তার কারণে যাতায়াত সাময়িক ব্যাহত হবে। ‘

পড়ুন। নারী দিবসে শিলিগুড়িতে রক্তারক্তি কাণ্ড, বৌ-শাশুড়িকে ছুরির কোপ, মৃত ১

দলীয় সূত্রে দাবি করা হয়েছে, শনিবার মোদীর সভায় মনোজ টিগ্গার সঙ্গে একই মঞ্চে হাজির থাকতে রাজি হয়েছেন আলিপুরদুয়ার কেন্দ্রের বিদায়ী সাংসদ জন বারলা। ওদিকে শনিবারের সভায় হাজির থাকার কথা রয়েছে সদ্য বিজেপিতে যোগদানকারী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তেমনটা হলে প্রধানমন্ত্রীর সভা দিয়েই শুরু হবে তাঁর রাজনীতির পথ চলা।