IPL 2024 KKR elated as Rahmanullah Gurbaz hits blistering century Kolkata Knight Riders Update

কলকাতা: আইপিএল (IPL 2024) শুরু হতে আর মাত্র দু’সপ্তাহ বাকি। তার আগে আহ্লাদে আটখানা কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবির। কেন?

ব্যাট হাতে ঝড় তুলেছেন দলের ওপেনার। যে ঝড়ে বিধ্বস্ত প্রতিপক্ষ বোলাররা। যে কারণে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করল শাহরুখ খান-জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্স (KKR)।

রহমানুল্লাহ গুরবাজ় (Rahmanullah Gurbaz)। আফগানিস্তানের তারকা ব্যাট হাতে ঝড় তুললেন আন্তর্জাতিক ক্রিকেটে। তাঁর দাপটে আয়ার্ল্যান্ডকে প্রথম ওয়ান ডে ম্য়াচে ৩৫ রানে হারিয়ে দিল আফগানিস্তান। ম্যাচে ১১৭ বলে ১২১ রান করলেন গুরবাজ়। গত আইপিএলে যিনি কেকেআরের হয়ে খেলেছেন। এবং নাইটদের ইনিংসের শুরুতেই ঝড় তুলছিলেন।  

আইরিশটা টেস্টের আঙিনায় চমক দিয়েছিলেন। একমাত্র টেস্টে আয়ার্ল্যান্ডের কাছে হারতে হয়েছিল আফগানিস্তানকে। তবে জয় দিয়ে ওয়ান ডে সিরিজ শুরু করল আফগানিস্তান। শারজায় সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে আইরিশদের দাপটের সঙ্গে হারিয়ে দিল তারা। দলের জয়ে ব্যাট হাতে মুখ্য ভূমিকা পালন করলেন নাইট রাইডার্স তারকা রহমানুল্লাহ গুরবাজ়। তিনিই ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন। বল হাতে আফগানদের জয় নিশ্চিত করেন ফজলহক ফারুকি। প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ৩১০/৫। জবাবে আয়ার্ল্যান্ড ২৭৫/৮ স্কোরে আটকে যায়। ৩৫ রানে ম্যাচ জেতে আফগানিস্তান।

গুরবাজ়ের বিধ্বংসী ইনিংস দেখে উচ্ছ্বসিত কেকেআর শিবির। গুরবাজ়ের বিভিন্ন রকম সেলিব্রেশনের ছবি দিয়ে একটি কোলাজ তৈরি করে কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সঙ্গে লেখা হয়, ‘ছ’টি সেঞ্চুরি।’

 

প্রসঙ্গত, ওয়ান ডে ক্রিকেটে এটা আফগান তারকার ষষ্ঠ সেঞ্চুরি। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে একটি নজিরও গড়ে ফেললেন গুরবাজ়। তিনি এখন যুগ্মভাবে ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের সর্বোচ্চ সেঞ্চুরি সংগ্রহকারী ব্যাটার। সেই রেকর্ডের জন্যও আফগান ব্যাটার ও উইকেটকিপারকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেকেআর।              

 

আরও পড়ুন: তাঁকে খেলানো নিয়ে কুম্বলে-কোহলির ঝগড়া! সেই ধর্মশালাতেই ভেল্কি কুলদীপের

আরও দেখুন