Veterinary Alumni Association: রাজ্যের পশু চিকিৎসায় কি এবার নতুন দিশা? চিকিৎসকদের বার্ষিক সম্মেলন জোরদার আলোচনা

রাজ্য জুড়ে পশু চিকিৎসকদের বার্ষিক প্রয়াস, শুরু হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। দুই দিন ধরে চলবে এই সম্মেলন। আজ ৮ মার্চ ২০২৪ থেকেই কলকাতা পাইক পাড়ার ডাক্তার জহরলাল চক্রবর্তী নামাঙ্কিত মোহিত মৈত্র মঞ্চে শুরু হয়েছে রাজ্যের বৃহত্তম প্রাণী চিকিৎসকদের সংগঠনের এই অনুষ্ঠান।

(আরও পড়ুন: পাতালে লুকিয়ে থাকলেও CBI কেঁচোর মতো টেনে বার করবে, কাকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত?)

(আরও পড়ুন: MLA-MPদের সিসি ক্যামেরায় নজরদারি করা হোক, মোবাইলে ফুটেজ দেখবে জনতা, আজব আবদার শুনে কী বলল সুপ্রিম কোর্ট?)

পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন করেছেন তিনিই। প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ এই সম্মেলনের উদ্বোধন করেছিলেন। উপস্থিত ছিলেন মন্ত্রী রথীন ঘোষ, শ্রীমতি বীরবাহা হাঁসদা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

(আরও পড়ুন: SC on Note For Vote case: ঘুষ খেয়ে সংসদে ভোট দিলে রক্ষাকবচ নয়, পুরনো রায় সংশোধন করে জানাল সুপ্রিম কোর্ট)

(আরও পড়ুন: Sheikh Shahjahan case in SC: শাহজাহান যাবেন CBI-এর হাতেই? সন্দেশখালি মামলায় শীর্ষ আদালতেও ধাক্কা খেল রাজ্য)

উদ্বোধনের পর সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার শুভেন্দু হালদার জানিয়েছেন, ১৯৭৯ সালে শুরু হওয়া এই জাতীয়তাবাদী সংগঠন আজ ৪৫ বছরে পা দিয়েছে। সাংগঠনিক বিভিন্ন কাজ কর্মের পাশাপাশি নানান ধরনের জনসেবা মূলক কাজও করেছেন তাঁরা। আজ সারা রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে হাজির হয়েছেন অন্যতম পশু চিকিৎসকেরা। এই সম্মেলনে আগামী দিনের সংগঠন যাতে আরও সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, সেই সমস্ত বিষয়ে আলোকপাত করা হবে।

(আরও পড়ুন: Congress’s bank accounts frozen case: ফ্রিজ থাকছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, খারিজ আর্জি, ভোটে কীভাবে টাকা আসবে? চাপে কংগ্রেস)

উদ্বোধন পর্ব শেষে ‘Roles and responsibilities of Veterinarians to combat Antimicrobial resistance (AMR): harnessing One health for a sustainable future’ নিয়ে আলোচনার কথা ছিল। এই বিজ্ঞানভিত্তিক আলোচনাসভার উদ্বোধনের দায়িত্বে ছিলেন উপাচার্য প্রফেসর এবং চিকিৎসক শ্যামসুন্দর দানা। এরপর সন্ধ্যার বিশেষ অনুষ্ঠানের পর আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি। আগামিকাল সদস্যদের নিজেদের মধ্যে মত বিনিময় করা হবে। আগামী দু’বছরের জন্য সংগঠনকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তৈরি করা হবে রুটম্যাপ। পশু চিকিৎসার ক্ষেত্রে কী কী নতুন দিশা দেখা যেতে পারে, তা নিয়েও আলোচনা করবেন চিকিৎসক এবং বিজ্ঞানীরা।