Congress’s bank accounts frozen case: ফ্রিজ থাকছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, খারিজ আর্জি, ভোটে কীভাবে টাকা আসবে? চাপে কংগ্রেস

লোকসভা নির্বাচনের আগে আয়কর আপিল ট্রাইবুনালে ধাক্কা খেল কংগ্রেস। শতাব্দীপ্রাচীন দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে যে পদক্ষেপ করেছে আয়কর দফতর, তার উপর স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে কংগ্রেস আয়কর আপিল ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছিল। কিন্তু শুক্রবার সেই আর্জি খারিজ করে দিয়েছে আয়কর আপিল ট্রাইবুনাল। অর্থাৎ কংগ্রেসের যে চারটি মূল অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল, সেটা এখন ফ্রিজই থাকছে। সেই পরিস্থিতিতে আয়কর আপিল ট্রাইবুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস হাইকোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন শতাব্দীপ্রাচীন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন। তিনি বলেছেন, ‘আয়কর আপিল ট্রাইবুনাল যে রায় দিয়েছে, সেটার আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই আমরা হাইকোর্টে যাব।’

বিষয়টা ঠিক কী হয়েছিল?

ফেব্রুয়ারিতে কংগ্রেসের চারটি মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর দফতর। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল যে আয়কর রিটার্ন জমা দিতে মাত্র ৪৫ দিন হয়েছিল। সেজন্য ২১০ কোটি টাকা জরিমানা করেছিল আয়কর দফতর। শুধু তাই নয়, কংগ্রেসের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অগণতান্ত্রিকভাবে আয়কর দফতর ৬৫ কোটি টাকা তুলে নিয়েছে বলে শতাব্দীপ্রাচীন দলের তরফে দাবি করা হয়েছিল।

আরও পড়ুন: Pro Pak Slogan: বিজয় উৎসবে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান কর্ণাটকে, গ্রেফতার ৩

সেইসময় মাকেন দাবি করেছিলেন যে আয়কর দফতরের সেই পদক্ষেপের ফলে কার্যত ভয়াবহ অবস্থা হয়েছে কংগ্রেসের। টাকা খরচ করা যাচ্ছে না। বিদ্যুতের বিল, কর্মীদের বেতন দেওয়ার মতো কাজও লাটে উঠে গিয়েছে। সেইসঙ্গে সামনেই লোকসভা ভোট আছে। ওই চারটি মূল অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ফলে ভোটের প্রচারে খরচ করাও দুর্বিষহ বিষয় হয়ে উঠবে বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল।

আরও পড়ুন: Rahul Gandhi in Lok Sabha Election: ২০১৯-তে হারা আসনেও দাঁড়াতে পারেন রাহুল! প্রায় নিশ্চিত প্রস্তাব, লড়বেন কেরলেও

সেই পরিস্থিতিতে আয়কর আপিল ট্রাইবুনালে মামলা দায়ের করেছিল কংগ্রেস। শতাব্দীপ্রাচীন দলের আইনজীবী বিবেক তানঙ্খা দাবি করেন, আয়কর দফতর যে নির্দেশ দিয়েছে, তার উপর যেন ১০ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়, যাতে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে কংগ্রেস। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে ট্রাইবুনাল। ওই ট্রাইবুনালের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে সেরকম কোনও নিয়ম নেই।

আরও পড়ুন: Election Commission to Rahul Gandhi: ‘সাবধান হোন’! মোদীকে ‘অপয়া’ কটাক্ষ নিয়ে রাহুলকে সতর্ক করল নির্বাচন কমিশন