Abhijt Ganguly: তমলুকে শুরু হয়ে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে BJPর দেওয়াল লিখন

বিজেপিতে যোগদান করার পর ২৪ ঘণ্টা পার হতে না হতেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিলেন দলীয় কর্মীরা। তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় শুক্রবার সকালে চোখে পড়ে বিজেপির দেওয়াল লিখন। তাতে পদ্মফুলের চিহ্নের পাশে জ্বল জ্বল করছে অভিজিৎবাবুর নাম। তবে তমলুক কেন্দ্রে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। তার মধ্যেই এই দেওয়াল লিখনকে অত্যুৎসাহীদের দ্বারা দলীয় শৃঙ্খলাভঙ্গ বলছেন অনেকে।

আরও পড়ুন: সম্পর্কের গভীরতা কতটা? পার্থ-অর্পিতাকে নিয়ে বড় প্রশ্ন উঠল আদালতে

মঙ্গলবার বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন তিনি। শুভেন্দু, সুকান্তর হাত থেকে হাতে নেন গেরুয়া পতাকা। তবে তার আগে থেকেই গুঞ্জন ছিল শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের তমলুক আসন থেকে লোকসভা ভোটে লড়বেন অভিজিৎবাবু। এই জল্পনার মধ্যেই তমলুক কেন্দ্রে অভিজিৎবাবুর নামে দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপি কর্মীরা। তমলুক, নন্দকুমার, নন্দীগ্রামসহ তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনে দেখা গেল তাঁর নাম। পোস্টারে ব্যানারে দেখা গেল তাঁর ছবি।

আরও পড়ুন: ‘সব মিথ্যে, আল্লাহ আছেন, বিচার হবেই’, প্রথমবার মুখ খুললেন ‘নেংটি ইঁদুর’ শাহজাহান

তমলুক আসনের মধ্যেই পড়ে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। তমলুক কেন্দ্রের বিদায়ী সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর থেকে যাঁর সঙ্গে তৃণমূলের যোগাযোগ কার্যত নেই। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ২টি আসনেই জয়ের ব্যাপারে প্রত্যয়ী বিজেপি। আর বিচারপতির পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিজের ডেরা থেকে সংসদে পাঠিয়ে সেই প্রত্যয় জাহির করতে চান শুভেন্দুবাবু। তাই এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নন তমলুকের বিজেপি কর্মীরা। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার অপেক্ষা না করেই ময়দানে নেমে পড়েছেন তাঁরা।