ED moves against Sharad Pawar family: শরদের নাতির সংস্থার বিরুদ্ধে অ্যাকশন ED-র, বাজেয়াপ্ত চিনিকলের ৫০ কোটির সম্পত্তি

শরদ পাওয়ারের নাতি রোহিতের বিরুদ্ধে ‘অ্যাকশন’ মোডে অবতীর্ণ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে সরাসরি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। বরং কাজরাট-জামখেড়ের বিধায়ক রোহিতের নেতৃত্বাধীন বারামতি অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের মালিকাধীন চিনিকলের ৫০.২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। এক ইডি আধিকারিক জানিয়েছেন, আর্থিক তছরুপ বিরোধী আইনের বিভিন্ন ধারায় মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কের তরফে অবৈধভাবে চিনিকল বিক্রি নিয়ে যে তদন্ত চালানো হয়েছিল এবং প্রমাণ সংগ্রহ করা হয়েছিল, সেটার ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে। যেভাবে ওই চিনিকল অধিগ্রহণ করেছিল বারামতি অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, তা বেআইনি বলে দাবি করেছে ইডি। যা আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতায় অপরাধ বলে বিবেচনা করা হয়। সেই পরিস্থিতিতে চিনিকলের ৫০.২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করেছে ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, ওই চিনিকলের ১৬১.৩ একর জমি, যন্ত্রপাতি, কারখানা এবং চিনিকলের ভবন বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন: TMC candidates in Lok Sabha elections: রচনার হাতে মিমির ভাগ্য! বিশ্বকাপজয়ী, বলিউড স্টার- কারা TMC-র প্রার্থী হতে পারেন?

ইডি যে তদন্ত শুরু করেছিল, সেটা আদতে মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে করেছিল। ২০১৯ সালের ২২ অগস্ট বম্বে হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি এবং দুর্নীতিবিরোধী আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। সেই এফআইআরে দাবি করা হয়েছিল যে কোনওরকম নিয়মের তোয়াক্কা না করেই মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কের তৎকালীন আধিকারিক ও অধিকর্তারা নিজেদের আত্মীয় বা চেনাশোনা লোকেদের একেবারে সস্তায় চিনিকল বিক্রি করে দিয়েছিলেন।

আরও পড়ুন: Adhir Chowdhury vs Mamata Banerjee: অধীর নেই কেন? কংগ্রেসের তালিকা কি মমতা তৈরি করলেন? মোদীর মতোই ‘সমব্যথী’ মালব্য!

উল্লেখ্য, সেই মামলায় ইতিমধ্যে তিনবার সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ জারি করা হয়েছিল। সেটার প্রেক্ষিতে ১২১.৪৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। অবৈধভাবে আরও তিনটি চিনিকলের অধিগ্রহণের ক্ষেত্রে একটি মূল চার্জশিট দাখিল করেছিল কেন্দ্রীয় সংস্থা। সঙ্গে আরও দুটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছিল। শুধু তাই নয়, সেই মামলায় আগে বর্ষীয়ান রাজনীতিবিদ শরদের নাতিকে দু’বার জিজ্ঞাসাবাদও করেছিল ইডি।

আরও পড়ুন: Sharad Pawar vs Ajit Pawar over NCP: ‘পাওয়ার’ কাড়লেন ভাইপো! BJP-র হাত ধরা অজিত হলেন আসল NCP, বলল কমিশন, ধাক্কা শরদের