তৃতীয় টি-টোয়েন্টির সেই ঘটনায় শাস্তি পেলেন হৃদয় 

তাওহীদ হৃদয় শাস্তিটা যে পাচ্ছেন, সেটা তখনই বোঝা গিয়েছিল। কারণ আন্তর্জাতিক ম্যাচে এমন আচরণ বিধিবহির্ভুত। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বিধি ভাঙায় তার ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। 

ঘটনাটা ঘটেছে শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। নুয়ান থুসারার বলে আউট হয়ে ফেরার সময় শ্রীলঙ্কান ফিল্ডারদের সঙ্গে তর্কে জড়ান তিনি। তাদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টাও করেছেন। পরে অবশ্য এটা জানা যায়নি যে তখন ঠিক কী ঘটেছিল। তাৎক্ষণিকভাবে আম্পায়ার তানভীর আহমেদ ও ক্রিজে থাকা সৌম্য সরকার তাকে শান্ত করার চেষ্টা করেন।

আইসিসি বিবৃতিতে জানিয়েছে, এমনটা করে কোড অব কন্ডাক্টের ২.২০ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। যা মূলত ক্রিকেটের চেতনা বিরোধী। 

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিটি হৃদয় মেনেও নিয়েছেন। পাশাপাশি কৃতকর্মের স্বীকার করেছেন তিনি। ফলে কোনও শুনানির প্রয়োজন পড়ছে না। 

তার বিরুদ্ধে অভিযোগটি এনেছেন অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত, তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান।