Arjun Singh: দল ছাড়লেও BJP-র সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতেন অর্জুন? চাঞ্চল্যকর দাবি

লোকসভা ভোটে প্রার্থী তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। রবিবার দলের প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার পর থেকেই অভিমান ঝরে পড়েছে অর্জুন সিং-এর গলায়।  রবিবার রাতে বলেছিলেন বিজেপি ছেড়ে আসা তাঁর ভুল হয়েছে। সোমবার সাংবাদিকদের সেই একই কথা বললেন খাতায় কলমে বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে দলের (তৃণমূল) নির্দেশের বাইরে গিয়ে ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মকে। তিনি একা নন, অর্জুন সিং-এর দাবি, ঘাটালের তৃণমূল সাংসদ দেবও দ্রৌপদী মুর্মকে ভোটে দিয়েছেন। 

অর্জুন বলেন, ‘দলের কোনও হুইপ ছিল না। আদিবাসী পরিবার থেকে এসেছিলেন। ওঁকে উপযুক্ত মনে হয়েছিল বলে ভোট দিয়েছিলাম। এ কথা সবাই জানে।’  অর্জুন সিংয়ের দাবি, তিনি শুধু একা নন দেবও মুর্মুকে ভোটে দিয়েছিলেন। যদিও এ নিয়ে দেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাংসদের ঘনিষ্ঠমহল জানে তিনি বিজেপি ছেড়ে আসর পরও নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে অশান্তিতে যাননি। খোদ শুভেন্দু অধিকারীও তৃণমূলের তালিকা ঘোষণা হওয়ার পর অর্জুন সিং প্রসঙ্গে বলেন, ‘অর্জুনকে ওরা কোনওদিনই বিশ্বাস করে না। ভয়ে তৃণমূলে গিয়েছিলেন। ব্যারাকপুর এলাকায় কোনও দিনই তিনি বিজেপি নেতাদের উত্যক্ত করেননি তিনি।’ অর্থাৎ তিনি বিজেপির সঙ্গেও সম্পর্কের ভারসাম্য বজায় রেখে এসেছেন। 

আবার অন্য দিক থেকে দেখলে, তিনি নিজের দলকেও চটাননি। অর্জুন নিজেই জানিয়েছেন, ব্রিগেডে মঞে বসে ১১.৪৬ মিনিটে জানতে পারেন তাঁকে তৃণমূল থেকে টিকিট দেওয়া হচ্ছে না। সাংসদের দাবি, তার পরও তিনি মঞ্চে বসে ছিলেন ‘দলের সৈনিকের’ মতো। তাঁর কথায়, ‘যাতে কেউ আমাকে বিদ্রোহী না বলতে পারে।’ 

ব্যারাকপুরে পার্থ ভৌমিককে টিকিট দিয়েছে তৃণমূল। সেই পার্থকে রবিবার সন্ধ্যায় অভিনন্দন জানিয়েছেন অর্জুন সিং। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘পার্থ আমার পুরনো বন্ধু। কাল আমার বাড়িতে আসবে বলেছে। আমি তো ব্যারাকপুরের ভোটের । তাই ও আসতেই পারে আমার বাড়িতে। কিন্তু ওর কোনও প্রতিশ্রুতি আমি শুনব না।’ 

বিজেপিতে কী ফিরবেন তিনি? এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি অর্জুন সিং। তবে বিজেপিও ওই আসনে এখনও কোনও প্রার্থী ঘোষণা করেনি। সোমনাথ শ্যামের সঙ্গে বিরোধের তীব্রতা দেখেই কি জায়গা ফাঁকা রাখা হয়েছে? দলে ফিরলে ব্যারাকপুরের প্রার্থী করা হবে অর্জুনকে