Bangla Jokes collection: কাজের শুরুতে হাসি মাস্ট! মন ভালো থাকলেই দিনটি কাটবে দারুণ, পড়ে নিন সেরা ৫ জোকস

১। এক শৌখিন জ্যোতির্বিদ গ্রামে বেড়াতে গিয়েছেন। রাতে ধানখেতের ধারে তেপায়ার ওপর টেলিস্কোপটা বসিয়ে আকাশ পর্যবেক্ষণ করছেন। বেশ মন দিয়েই আকাশ দেখে চলেছেন তিনি। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েক জন উৎসুক গ্রামবাসী।

জ্যোতির্বিদ টেলিস্কোপে চোখ রেখে দেখছেন, এমন সময় একটা তারা খসে পড়ল। সঙ্গে সঙ্গে বিপুল করতালি গ্রামবাসীর, ‘নিশানাটা দেখছো, কেমনে গুলিটা করল? ঠিক গায়ে লেগেছে।’

(আরও পড়ুন: মাসের প্রথম দিনে মেজাজ ভালো রাখতেই হবে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)

২। এক দার্শনিক বাজার করতে গিয়েছিলেন। ফেরার সময়ে একটি ছেলে কোলে করে বাড়ি ঢুকলেন। স্ত্রীকে বললেন, ‘দেখো, এতটুকু ছেলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। বড় মায়া হল। ওকে কোলে করে নিয়ে এলাম। ওকে আমাদের খোকার সঙ্গে মানুষ করো।’

দার্শনিকের স্ত্রী প্রচণ্ড রেগে গেলেন। মুখ ঝামটা দিয়ে উঠলেন, ‘তুমি কি চোখের মাথা খেয়েছ? নিজের ছেলেকেও চিনতে পারছ না?’

(আরও পড়ুন: সকাল হাসি মাস্ট! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর সোমবার সকালটা হোক মজাদার)

৩। মানসিক ডাক্তারের কাছে গিয়েছেন এক রোগী।

ডাক্তার: কী সমস্যা আপনার? 

রোগী: ডাক্তারবাবু, আর বলবেন না! আমার নিজেকে একটা মুরগি মনে হয়।

ডাক্তার: সে কী কথা! কবে থেকে রয়েছে আপনার এ সমস্যা?

রোগী: সত্যি বলতে, যখন আমি ডিম ছিলাম, তখন থেকেই!

(আরও পড়ুন: সকাল সকাল কাটুক মজায়! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, মস্তিতে থাকুন সারা দিন)

৪। ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে বলছেন কর্মকর্তা, ‘আমাদের এখানে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হবে।’

প্রার্থী: সে ক্ষেত্রে আমিই বোধহয় আপনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রার্থী।

কর্মকর্তা: কীভাবে?

প্রার্থী: আমি গত চার মাসে ১০ বার চাকরিস্থল বদল করেছি।

(আরও পড়ুন: সপ্তাহ তো শেষ হয়েই এল, উইকেন্ড কাটুক মজায়! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৫। দরজির কাছে শার্ট-প্যান্ট বানাতে দিয়েছেন ব্যাংক কর্মকর্তা। যথাসময়ে তিনি তাঁর পোশাক বুঝে পেলেন। সব ঠিকঠাক আছে, শুধু শার্ট-প্যান্ট কোনওটারই পকেট নেই। দরজিকে পাকড়াও করলেন সেই ব্যক্তি, ‘কী হে, জামার পকেট কোথায়?’

দরজি উত্তর দিল, ‘ব্যাংক কর্মকর্তারা কখনও নিজের পকেটে হাত দেয় নাকি! ও রেখে কী হবে!’