CAA Rules LIVE: ভারতের নাগরিকত্ব চান? অনলাইনে আবেদন করতে হবে! আসছে পোর্টাল

CAA Rules Live Updates: নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ধীরে-ধীরে নিয়ম ঘোষণা করা হচ্ছে। লোকসভা ভোটের ঠিক আগে নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম জারি করে ‘কথা’ রাখার বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা। নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম কী হচ্ছে, কোন নেতা কী কথা বলছেন, তা দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

11 Mar 2024, 06:40:49 PM IST

CAA Rules LIVE: ভারতের নাগরিকত্ব চান? অনলাইনে আবেদন করতে হবে! আসছে পোর্টাল

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। সম্পূর্ণভাবে অনলাইনে সেই আবেদন করতে হবে। সেজন্য একটি ওয়েব পোর্টাল চালু করা হচ্ছে।

11 Mar 2024, 06:39:25 PM IST

CAA Rules LIVE: ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কারা? 

সরকারিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল যে ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA ২০১৯) নিয়ম জারি করা হতে চলেছে। যে নিয়মের নাম হচ্ছে ‘নাগরিকত্ব সংশোধনী নিয়ম, ২০২৪’। ওই নিয়মের ফলে ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় বৈধ ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

11 Mar 2024, 06:26:42 PM IST

CAA Rules LIVE: কড়া নিরাপত্তা অসমে

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ২০১৯ সালে উত্তাল হয়েছিল অসম। সেই পরিস্থিতিতে এবার নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের আগে অসমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্রের খবর, আজ দুপুরেই সব জেলার পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন অসম পুলিশের ডিজি।

11 Mar 2024, 06:14:52 PM IST

CAA Rules LIVE: নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ কীভাবে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে, তা জানিয়ে দেওয়া হল। যে আইনের মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের হিন্দু-সহ ছ’টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে। প্রাথমিকভাবে যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

11 Mar 2024, 06:10:41 PM IST

CAA Rules LIVE: রমজান মাসের আগে কেন আজই CAA-র নিয়ম আনছেন মোদী-শাহরা, জানি আমি, দাবি মমতার

রমজান মাসের আগে কেন আজকের দিনটাকেই নাগরিকত্ব সংশোধনী আইন আনার জন্য বেছে নেওয়া হয়েছে, তাও খুব ভালোভাবেই জানেন। এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

11 Mar 2024, 05:56:59 PM IST

CAA Rules LIVE: পশ্চিমবঙ্গে কি CAA কার্যকর হতে দেবেন? মুখ খুললেন মমতা

পশ্চিমবঙ্গে কি নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে, তা নিয়ে মেপে জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, আগে দেখবেন যে নাগরিকত্ব সংশোধনী আইনে কী আছে। তারপর যা বলার বলবেন। আজ প্রাথমিকভাবে মুখ খুললেন। পরবর্তীতেত তিনি পুরো বিষয়টি জানাবেন।

11 Mar 2024, 05:47:21 PM IST

CAA Rules LIVE: ‘বাংলায় যাঁরা বসবাস করেন, তাঁরা সবাই নাগরিক’, বললেন মমতা

নবান্নে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: যদি CAA দেখিয়ে NRC নিয়ে এসে যাঁরা এখানকার নাগরিক, তাঁদের নাগরিকত্ব বাতিল করা হয়, তাহলে আমরা তীব্র প্রতিবাদ করব। আমরা NRC মানব না। এটা লোকদেখানো। ভোটের জন্য লোক দেখিয়ে করছে। নাগরিকত্ব তো দু’দিনে দেওয়া যায় না। আমি পুরো আইনটা দেখার জন্য অপেক্ষা করছি। বাংলায় যাঁরা বসবাস করেন, তাঁরা সবাই নাগরিক। বাংলার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

11 Mar 2024, 05:40:02 PM IST

LIVE: অগ্নি-৫ মিসাইল পরীক্ষায় বিশাল সাফল্য ভারতের! গর্বিত আমরা, বললেন মোদী

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘মিশন দিব্যাস্ত্রের জন্য আমাদের ডিআরডিওয়ের বিজ্ঞানীদের নিয়ে গর্ববোধ হচ্ছে। যা দেশীয়ভাবে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উড়ান। ‘

11 Mar 2024, 05:33:07 PM IST

CAA Rules LIVE: নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হলে ব্যাপক লাভ হবে BJP-র!

যদি আজ নাগরিকত্ব সংশোধনী  আইন ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির বড় হাতিয়ার হতে চলেছে। দেশ তো বটেই, পশ্চিমবঙ্গের নিরিখেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। ২০১৯ সালের লোকসভা ভোটে মতুয়া-অধ্যুষিত কেন্দ্রে যে বিজেপি বাজিমাত করেছিল, সেটার নেপথ্যে ছিল নাগরিকত্ব সংশোধনী আইন। আর আগেরবার প্রতিশ্রুতি ছিল। এবার সেই আইন কার্যকর হলে বিজেপির যে বিশাল লাভ হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক।

11 Mar 2024, 05:27:18 PM IST

CAA Rules LIVE: জাতির উদ্দেশে ভাষণ মোদীর, নাগরিকত্ব আইন নিয়ে বার্তা দেবেন?

আজই কি নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার? সেই জল্পনাই তুঙ্গে উঠেছে। সূত্রের খবর, লোকসভা ভোটের ঠিক আগে নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম জারি করে ‘কথা’ রাখার বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তারইমধ্যে বিকেল ৫ টা ৩০ মিনিট থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম কী হচ্ছে, কোন নেতা কী কথা বলছেন, তা দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।